সংবাদ শিরোনাম:
বিলম্ব বিজু-বৈসু-সাংগ্রাই-বিষু-চাংক্রান উৎসব–২০২৫  হত্যা মামলার আসামী যুবলীগ নেতা টগর এয়ারপোর্টে আটক ধনবাড়ীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে কুপিয়ে হত্যা! কালিহাতীতে রাতভর ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা ও ড্রেজার পাইপ ধ্বংস তামাকজাত পণ্যের মূল্য ও কর বৃদ্ধির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন মধুপুরে গৃহবধু গণধর্ষণের শিকার ! দুই ধর্ষণকারী আটক ধনবাড়ীতে  প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত গোপালপুরে বোরো ধান বিষ দিয়ে পোড়ানোর অভিযোগ   টাঙ্গাইলে টিচার্স ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও ক্রেস্ট প্রদান টাংগাইল প্রেসক্লাবের সদস্য পদ পাওয়ায় ইমতিয়াজ রুবেল ও এরশাদুল ইসলামকে সংবর্ধনা

জেলা পরিষদ নির্বাচনে কালিহাতীর এমপির বিরুদ্ধে আচরণ বিধিলঙ্গনের অভিযোগ

  • আপডেট : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ৩৮১ বার দেখা হয়েছে।

বিশেষ প্রতিবেদক: টাঙ্গাইল-৪ (কালহাতী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারীর বিরুদ্ধে জেলা পরিষদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

আসন্ন জেলা পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ড (কালিহাতী) এর সদস্য পদে উপজেলা আওয়ামী লীগ সমর্থিত টিউবওয়েল প্রতীকের প্রার্থী হাছানুজ্জামান তালুকদার রঞ্জু রিটার্নিং অফিসার ও টাঙ্গাইল জেলা প্রশাসকের নিকট একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ থেকে জানা যায়, স্থানীয় এমপি নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করে ৬নং ওয়ার্ড এলাকার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য ও চেয়ারম্যানদের (ভোটার) তার কালিহাতীস্থ বাসায় ডেকে নিয়ে অপরপ্রার্থী আয়নাল হকের পক্ষে তালা প্রতীকের ভোট দেওয়ার জন্য বলেছেন এবং তাদের নামে টি আর / কাবিখার প্রকল্প বরাদ্ধের প্রলোভন দেখাচ্ছেন, যা নির্বাচনী আচরণ বিধির চরম লঙ্ঘন।

উল্লেখ্য, টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনে ৬নং কালিহাতী ওয়ার্ডে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার হলেন- উপজেলা আওয়ামী লীগ সমর্থিত টিউবওয়েল প্রতীকের হাছানুজ্জামান তালুকদার রঞ্জুু, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের জাতীয় সংসদ সদস্য সমর্থিত তালা প্রতিকের প্রার্থী মোঃ আয়নাল হক এবং জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ইঞ্জিনিয়ার কামাল আহমেদ হাতী প্রতীক নিয়ে জেলা পরিষদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অভিযোগের বিষয়ে টাঙ্গাইল- ৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী বলেন, আমি পচা রাজনীতি করিনা। আমি একজন জনপ্রতিনিধি, আমার বাসায় প্রতিদিন শতশত মানুষ আসেন। রাজনৈতিক নেতাকর্মীরা আসেন। তাই বলে এই নয় যে, আমি কারো পক্ষে কাজ করছি।

এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোঃ আতাউল গনি জানায়, এরকম বেশ কিছু অভিযোগ পেয়েছি। এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাকে নিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য জেলা পরিষদ সদস্য পদে কালিহাতী উপজেলার ১৩ টি ইউনিয়ন, ২টি পৌরসভা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, মহিলা ভাইস-চেয়ারম্যানসহ মোট ১৯৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme