মো.সোহেল রানা : টাঙ্গাইল সদরের হুগড়া ইউনিয়নের কাশিনগর যুব সংঘের উদ্যোগে ফুটবল খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে হুগড়া ইউনিয়নের কাশিনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফাইনাল খেলায় হুগড়া হাবিব সংঘ ও কাশিনগর যুব সংঘ অংশগ্রহন করেন।
খেলায় হুগড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃনমূলের জনপ্রিয় নেতা টাঙ্গাইল জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল। ফাইনাল খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুর রৌফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সিনিয়ির সহÑসভাপতি মো: হাদিউজ্জামান সোহেল, মো: মামুন সরকার, তাতী দলের সাবেক সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সদর উপজেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক সাজেদুল করিম সোনা, সদর উপজেলা বিএনপির সহ সভাপতি মামুন হূদা, শহর যুরদলের সাবেক সাধারন সম্পাদক রুবেল মিয়া, শহর বিএনপির যুগ্ন সম্পাদক রেজাউর রহমান রুমেল, ১৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাজমুল হোসেন, জেলা ছাত্রদলের সাবেক যুগ্নসম্পাদক রফিকুল ইসলাম রফিক ও জেলা ছাত্রদলের সাবেক সহÑসভাপতি আবিদ হাসান ইমন। এছাড়াও হুগড়া ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতৃবৃন্দসহ কাশিনগর যুব সংঘের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলায় ১-১ গোলে ড্র হয়ে ট্রাইব্রেকারে হুহড়া হাবিব সংঘ ৪-১ গোলে কাশিনগর যুব সংঘকে পরাজিত করে। খেলা শেষে অতিথিরা বিজয়ীদের ট্রফি হিসেবে একটি ফ্রীজ ও রানার্সআপদের ট্রফি একটি টেলিভিশন পুরস্কার দেয়া হয়।