মো. সোহেল রানা: টাঙ্গাইলে আন্তঃজেলা ডাকাতচক্রের ৬ সদস্য গ্রেফতার করেছে টাঙ্গাইল জেলা পুলিশ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোরে রাতে গাজীপুরসহ বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে এই আন্তঃজেলা ডাকাতচক্রের ৬ সদস্য গ্রেফতার করা হয়। টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আবদুললাহ্ আল্ মামুন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চত করেছেন।
তিনি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, মহাসড়কে এ ডাকাতি ঘটনা ঘটার সাথে সাথেই টাঙ্গাইল জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান জেলা গোয়েন্দা শাখা ও মির্জাপুর থানা পুলিশের সমন্বয়ে একটি চৌকস টিম গঠন করেন এবং অতিদ্রুত আসামী সনাক্তকরণ, গ্রেফতার ও মালামাল উদ্ধারের নির্দেশনা প্রদান করেন। উক্ত টিম তথ্য প্রযুক্তির সহায়তায় এবং বিভিন্ন সোর্সের মাধ্যমে ঘটনার সাথে জড়িত আসামীদের সনাক্ত করে গাজীপুরসহ বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে এবং ৬ জন ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের তথ্য মোতাবেক লুণ্ঠিত আলামতের ১৪ টি থ্রি পিস ও ১ জোড়া মেয়েদের জুতা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন: ঢাকা জেলার উত্তরা পশ্চিম থানার উত্তরার সেক্টর-৯ এর মৃত শহীদের ছেলে রনি (২৮), ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার পাইকারচর (পায়রাকান্দি) গ্রামের নাসিরের ছেলে মানিক (২০), গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানার টঙ্গী বাজার (মধুমিতা রিপন ডাবওয়ালার বাড়ীর ভাড়াটিয়া) গ্রামের মৃত বিল্লাল ছেলে শাকিল (২৮), ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানার মৃত ফারুক ছেলে আশরাফুল (২৫) , ঢাকা জেলার বাড্ডা থানার বেড়াইদ (বড়টেক, হারুন ম্যানেজার এর বাড়ীর ভাড়াটিয়া) গ্রামের মৃত ইমরানের ছেলে মোঃ সাগর হোসেন (২৩) ও শেরপুর জেলার শ্রীবর্দী থানার ফতেপুর গ্রামের মিজানের ছেলে মিলন (২১) ।
ডাকাত চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার এবং লুণ্ঠিত অন্যান্য মালামাল উদ্ধারের কার্যক্রম অব্যাহত আছে। গ্রেফতারকৃত ৬ ডাকাতের মধ্যে ২ জন ডাকাত বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক আত্মস্বীকৃতিমূলক জবানবন্দি প্রদান করে।
উল্লেখ্য, গত ইং ১১ জানুয়ারি রাত আনুমানিক ০১.৪৫ ঘটিকায় টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন গোড়াই ফ্লাইওভারের উপর মহাসড়কের টাঙ্গাইলগামী লেনে অজ্ঞাতনামা ১০/১২ জন ডাকাত লন্ডন ফেরত প্রবাসীদের বহনকারী নোহা মাইক্রোবাস অজ্ঞাতনামা পিকাপ দিয়ে গতিরোধ করে। অজ্ঞাতনামা ডাকাতরা চাপাতি, ছুরি ও হাসুয়া দিয়ে নোহা মাইক্রোবাসের যাত্রীদের মৃত্যুর ভয় দেখিয়ে ৩টি বড় লাগেজ, ৫টি ছোট ব্যাগ যাতে বিভিন্ন ধরনের কাপড় ও কসমেটিকস লুণ্ঠন করে। উক্ত লুণ্ঠিত লাগেজে ১টি আই ফোন, ১টি এ্যাপেল স্মার্ট ওয়াচ, ৩ ভরি ওজনের স্বর্ণালংকার (১টি চেইন, ৪টি আংটি, এক জোড়া কানের দুল), ১টি ডায়মন্ডের লকেট, নগদ ৪৫,০০০/- সর্বমোট ৮,৯৫,০০০/- টাকার মালামাল ছিল। এ সংক্রান্তে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার মামলা নং-০৬, তারিখ-১১/০১/২০২৫ খ্রিঃ, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু হয়।