সংবাদ শিরোনাম:
মধুপুরে গৃহবধু গণধর্ষণের শিকার ! দুই ধর্ষণকারী আটক ধনবাড়ীতে  প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত গোপালপুরে বোরো ধান বিষ দিয়ে পোড়ানোর অভিযোগ   টাঙ্গাইলে টিচার্স ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও ক্রেস্ট প্রদান টাংগাইল প্রেসক্লাবের সদস্য পদ পাওয়ায় ইমতিয়াজ রুবেল ও এরশাদুল ইসলামকে সংবর্ধনা টাঙ্গাইলে ১লা মে দিবস ২০২৫ উপলক্ষে বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ঘাটাইলে মহান মে দিবস পালিত টাঙ্গাইলে শ্রমিক দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে গোপালপুরে র‍্যালি ও আলোচনা সভা মধুপুরে  ট্রাক ও কভার্ডভ্যান ড্রাইভার্সের উদ্যোগে আন্তর্জাতিক মে দিবস পালন 

টাঙ্গাইলে টিচার্স ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও ক্রেস্ট প্রদান

  • আপডেট : শুক্রবার, ২ মে, ২০২৫
  • ২৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে টিচার্স ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মেধাবী বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের ফুলেল শুভেচ্ছা, সার্টিফিকেট (সনদ) ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। টাঙ্গাইল জেলা সদর রোডের সোনার বাংলা কমিউনিটি সেন্টার মিলনায়তনে ২ মে শুক্রবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টিচার্স ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ। সভাপতিত্ব করেন টিচার্স ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. খন্দকার আনিসুল হক।

বিশেষ অতিথি ছিলেন মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি’ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোঃ রাশেদ খান মেনন, টিচার্স ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির প্রধান নির্বাচন কমিশনার মোঃ সাজ্জাত হোসেন ও শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ আতোয়ার রহমান খান। এ সময় উপস্থিত ছিলেন টিচার্স ফাউন্ডেশনের সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ খালিদ মোশারফ ও কার্যকরী সদস্য মোঃ পারভেজ মিয়া’সহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিচার্স ফাউন্ডেশনের সভা ও সেমিনার বিষয়ক সম্পাদক সাবিহা পারভীন।

টাঙ্গাইল জেলা ও বিভিন্ন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৩ হাজার ছাত্র-ছাত্রী এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্য থেকে মেধাবী বৃত্তিপ্রাপ্ত ২৭০ জন ছাত্র-ছাত্রীকে ফুলেল শুভেচ্ছা, সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থীদের অভিভাবকগণও উপস্থিত ছিলেন। অতিথিরা তাদের বক্তব্যে বলেন, ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় গড়ে তুলতে হবে, তাদেরকে সত্য কথা বলতে শিখতে হবে।

এ বৃত্তি দেয়ার উদ্দেশ্য শিক্ষার্থীদের মেধা বিকাশে উদ্বুদ্ধ করা। বক্তারা, অভিভাবকদের শিক্ষার্থীদের প্রতি আরো যত্নশীল হওয়ার আহ্বান জানান। বৃত্তি প্রদান অনুষ্ঠানে কয়েকশত শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা নিজ হাতে সনদ ও ক্রেস্ট পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme