প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন ও টাঙ্গাইল-২ সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার দুপুরে বিশ্বাস বেতকা পিসি সরকারের হল রুমে শতাব্দী ক্লাবের আয়োজনে টাঙ্গাইল শতাব্দী ক্লাবের সভাপতি মির্জা মাসুদ রুবল-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র ও শতাব্দী ক্লাবের উপদেষ্টা জামিলুর রহমান মিরন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনির, টাঙ্গাইল জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এম.এ রৌফ।
এসময় শতাব্দী ক্লাবের সকল পরিবারবর্গ উপস্থিত ছিলেন।