প্রতিদিন প্রতিবেদক:বাংলাদেশ জাতীয়তাবাদি দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের মানুষ একটি ফ্যাসিবাদি সরকারকে বিদায় করেছে। ফ্যাসিবাদের চরিত্র নিয়ে আর যাতে বাংলাদেশে আর কারো আভির্বাব না ঘটে এই জন্য তারেক রহমানের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি।
বৃহস্পতিবার রাতে (১০ অক্টোরব) টাঙ্গাইল শহরের বড় কালিবাড়ি মন্দিরসহ সদর উপজেলার বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন শেষে হিন্দু ধর্মাবলম্বী নেতাদের সাথে মতবিনিময় কালে তিনি এ সব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, এই দেশটি সকলের। নাগরিক হিসেবে এদেশে সকলের সমান অধিকার রয়েছে। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সকল ধর্মের লোকজনকে নিরাপত্তা দেয়া। শারদীয় দুর্গা পুজা উপলক্ষে সার্বিকভাবে সহযোগীতা করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন।
তিনি আরও বলেন, টাঙ্গাইলে সনাতন ধর্মালম্বীদের দূর্গাপুজা উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে। পুজায় এবার প্রশাসনের পক্ষ থেকে ব্যপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে যাতে সনাতনর্ধীরা পুজা উদযাপন করতে পারে সেজন্য প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ পুজা মন্ডপগুলো পরিদর্শন করছেন।
উল্লেখ্য, জেলায় এ বছর ১ হাজার ১০৪টি পূজা মন্ডপে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।