প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে বকেয়া বেতন ও ভাতাসহ ৭ দফা দাবিতে এআই টেকনিশিয়ানদের কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ এপ্রিল) দুপুরে জেলা এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের সামনে এ কমূসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতির সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক সুরুজ মিয়া, এআই টেকনিশিয়ান আব্দুল করিম মিয়া, হারুন অর রশিদ প্রমুখ। এসময় জেলার বিভিন্ন উপজেলার এআই টেকনিশিয়ানরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে আমাদের ৭ দফা দাবি পূরণ করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকবে। পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’
তাদের ৭ দফা দাবিগুলো হলো- দৈনিক হাজিরা ভিত্তিতে মজুরী প্রদান অথবা সম্মান জনক সম্মানী ভাতা প্রদান করতে হবে। একই ইউনিয়নে একাধিক নিয়োগ বন্ধ করতে হবে। চাহিদা মোতাবেক সিমেন সরবরাহ নিশ্চিত করতে হবে। সরকারী এআইটিদের মতো বেসরকারী এআইটিদের রিপোর্ট প্রদান নিশ্চিত করতে হবে। সরকারী সিমেনের বিরুদ্ধে কোম্পানী কর্তৃক অপপ্রচার রোধ করতে হবে। এতগুলো কোম্পানীকে এআইর অনুমোদন দেয়ার পরও সরকারী এআইটিদের উপর চাপিয়ে দেয়া টার্গেট অযৌক্তিক। সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী যোগ্য এআইটিদের এফএএআই পদে নিয়োগ তরান্নিত করতে হবে।