সংবাদ শিরোনাম:
কালিহাতীতে ইসলামী আন্দলোনের সম্মেলন অনুষ্ঠিত জমিদার ওয়াজেদ আলী খান পন্নী চাঁদ মিয়ার ৮৯তম মৃত্যুবার্ষিকী পালিত টাঙ্গাইলের হুগড়া ইউনিয়নে কাশিনগর যুব সংঘের ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত টাঙ্গাইলে হেফাজতে ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মধুপুরে মাদক ও বাল্য বিবাহ বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত নাগরপুরে দাদনের টাকার অভিযোগে ইট ভাটা বন্ধ-বিপাকে মালিক মধুপুরে নিযন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে টাঙ্গাইলে জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের নতুন জেলা কমিটি গঠন টাঙ্গাইলে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থী এবং ইন্টার্ন শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন টাঙ্গাইলে লাইসেন্সবিহীন ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, থানায় মামলা

টাঙ্গাইলে বকেয়া বেতনসহ ৭ দফা দাবিতে এআই টেকনিশিয়ানদের কর্মবিরতি ও মানববন্ধন

  • আপডেট : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৪৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে বকেয়া বেতন ও ভাতাসহ ৭ দফা দাবিতে এআই টেকনিশিয়ানদের কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ এপ্রিল) দুপুরে জেলা এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের সামনে এ কমূসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতির সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক সুরুজ মিয়া, এআই টেকনিশিয়ান আব্দুল করিম মিয়া, হারুন অর রশিদ প্রমুখ। এসময় জেলার বিভিন্ন উপজেলার এআই টেকনিশিয়ানরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে আমাদের ৭ দফা দাবি পূরণ করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলমান থাকবে। পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’  

তাদের ৭ দফা দাবিগুলো হলো- দৈনিক হাজিরা ভিত্তিতে মজুরী প্রদান অথবা সম্মান জনক সম্মানী ভাতা প্রদান করতে হবে। একই ইউনিয়নে একাধিক নিয়োগ বন্ধ করতে হবে। চাহিদা মোতাবেক সিমেন সরবরাহ নিশ্চিত করতে হবে। সরকারী এআইটিদের মতো বেসরকারী এআইটিদের রিপোর্ট প্রদান নিশ্চিত করতে হবে। সরকারী সিমেনের বিরুদ্ধে কোম্পানী কর্তৃক অপপ্রচার রোধ করতে হবে। এতগুলো কোম্পানীকে এআইর অনুমোদন দেয়ার পরও সরকারী এআইটিদের উপর চাপিয়ে দেয়া টার্গেট অযৌক্তিক। সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী যোগ্য এআইটিদের এফএএআই পদে নিয়োগ তরান্নিত করতে হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme