প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল সদরের বাঘিল কৃষ্ণ কুমার উচ্চ বিদ্যালয় এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
২৯ জানুয়ারি বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লোকমান হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও বাঘিল কৃষ্ণ কুমার উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো: আব্দুল্যাহ আল-মামুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মুজিবুল আহসান ,৭নং দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ লাভলু মিয়া (লাবু),বাংলাদেশ টিচার্স অ্যাসোসিয়েশন টাঙ্গাইল শাখার সভাপতি শামীম আল মামুন জুয়েল, সদর শাখার সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মামুন,জোবায়দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, দিঘুলিয়া শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন, সুবর্নতলী খাদিজা আবুবকর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ হাকিম এবং অভিভাবক প্রতিনিধিগণ।
অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।