সংবাদ শিরোনাম:
মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’ কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার  টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় টাঙ্গাইলের ১৫বছর বয়সী তরুণ সামির তালুকদার জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

টাঙ্গাইলে মা ছেলে সহ পৃথক দুর্ঘটনায় নিহত ৪

  • আপডেট : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৭৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের গোপালপুর ও মধুপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মা ছেলে সহ চার জনের মৃত্যু হয়েছে।শনিবার সকালে গোপালপুরের ঝাওয়াইলে বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত মা ও ছেলে নিহত হয়েছে।

সাতটায় দিকে ঝাওয়াইল বাজার থেকে পিকনিকে উদ্দেশ্যে নাটোর যাওয়ার সময়, ঝাওয়াইল বয়েল বয়েল পার গেলে অপর দিক থেকে মোটরসাইকেলের মা ও ছেলে গোপালপুর দিকে আসার সময় বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে হয়ে বাসের চাকায় পৃষ্ট হয়ে মা ও ছেলের নিহত হয়। নিহতরা হলেন ঝাওয়াইল ইউনিয়নের মৌজাডাকুড়ী গ্রামের মৃত তোতা মিয়ার মাতা চায়না বেগম, ছোট ছেলে এসএসসি পরীক্ষার্থী মোঃ শাকিব (১৬)

এ বিষয়ে গোপালপুর থানার অফিসার ইনচার্জ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান মা ও ছেলে দুজনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়। লাশগুলো পুলিশ হেফাজতে রয়েছে মামলা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অপরদিকে, টাঙ্গাইলের মধুপুরে দুইটি মোটরসাইলের মুখোমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন। শনিবার দুপুর ১২ টার দিকে মধুপুর-জামালপুর মহাসড়কের উপজেলার নেকিবাড়ী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন উপজেলার বোয়ালী এলাকার সিহাব উদ্দিনের ছেলে বনি আমিন অরেঞ্জ (২৬) ও ময়মনসিংহ সদর উপজেলার খাগডহর এলাকার আজিজুল হকের ছেলে তানভীর হাসান (২৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, তানভীর হাসান ও মারুফ হাসান ধনবাড়ী থেকে মোটরসাইকেল যোগে মধুপুরের দিকে যাচ্ছিলেন। অপরদিকে বনি আমিন অরেঞ্জও মোটরসাইকেল যোগে মধুপুর থেকে ধনবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে, মোটরসাইকেল দুটি মধুপুর-জামালপুর মহাসড়কের নেকিবাড়ী এলাকায় পৌছালে মুখোমুখী সংঘর্ষ হয়।

এ সময় স্থানীয়রা আহত ৩ জনকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক ওই দুই জনকে মৃত বলে ঘোষনা করে। এ ঘটনায় আহত ময়মনসিংহ সদর উপজেলার খাগডহর এলাকার মৃত হায়দার আলীর ছেলে মারুফ হাসান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে মধুপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান বলেন, নিহতদের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের হস্তান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme