সংবাদ শিরোনাম:
টাংগাইল প্রেসক্লাবের সদস্য পদ পাওয়ায় ইমতিয়াজ রুবেল ও এরশাদুল ইসলামকে সংবর্ধনা টাঙ্গাইলে ১লা মে দিবস ২০২৫ উপলক্ষে বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ঘাটাইলে মহান মে দিবস পালিত টাঙ্গাইলে শ্রমিক দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে গোপালপুরে র‍্যালি ও আলোচনা সভা মধুপুরে  ট্রাক ও কভার্ডভ্যান ড্রাইভার্সের উদ্যোগে আন্তর্জাতিক মে দিবস পালন  গোপালপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ ও র‍্যালি ঘাটাইলে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন মসজিদের নাম করে মাটি বিক্রি ; ধ্বংসের পথে ফসলি জমি  টাঙ্গাইলে মে দিবস উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

টাঙ্গাইলে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে হামলা ॥ আহত ৫

  • আপডেট : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ১৬৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক:  টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা গ্রামে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যবার্ষিকী অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এতে বিএনপি সমর্থক অন্তত ৩ জন আহত হয়েছে। এ সময় সেখানে ভাংচুরের ঘটনাও ঘেেটছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার দাইন্যা ইউনিয়নের দাইন্যা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মোঃ লাবু মিয়ার উদ্যোগে বাড়ির আঙ্গীনায় জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে খাবার বিতরন কর্মসুচি গ্রহন করা হয়। দুপুর ১২টার দিকে টাঙ্গাইল-০৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) মাহমুদুল হাসান কর্মসুচিতে অংগ্রহন করার সময় ১০/১৫ টি মোটরসাইকেলযোগে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে হামলা চালায়। তাদের ধারালো অস্ত্রের আঘাতে সেখানে অন্তত ৫ জন আহত হয়। আহতদের মধ্যে তিনজনকে বেসরকারী ক্লিনিকে ভর্তি করা হয়। এরা হলো- ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহাগ (২৫), ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাতক শাজাহান মিয়া ও ইউনিয়ন ছাত্রদলের সদস্য ইকবাল হোসেন।
বিএনপি নেতা মোঃ লাবু মিয়ার অভিযোগ, সাবেক সংসদ সদস্য মাহমুদল হাসান অনুষ্ঠানে পৌছানের সাথে সাথে দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসেনের ভাই শাহাদত হোসেনের নেতৃত্বে মোটর সাইকেলযোগে সরকারদলীয় নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায় । এসময় তাদের অস্ত্রের আঘাতে কমপক্ষে ৫ জন আহত হয়। আহতদের একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান ও ইউনিযন আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসেন বলেন, আমাদের ছেলেরা সেখান দিয়ে যাবার সময় অপরপক্ষের লোকজন কটুক্তি করে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয় বলে দাবি করেন আফজাল হোসেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme