সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে লাইসেন্সবিহীন ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, থানায় মামলা নিজের সন্তানকে ৪০ হাজার টাকায় বিক্রি করে মোবাইল কিনলেন মা  প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্র সচিব ও পরীক্ষার্থীসহ আটক ৬পরীক্ষার্থীকে বহিস্কার গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শতাব্দী ক্লাবের সভাপতি অমল ,সম্পাদক ইকবাল  ঢাবির অন্যতম প্রতিষ্ঠাতা ধনবাড়ীর নবাব আলী চৌধুরীর ৯৬ তম মৃত্যুবার্ষিকী পালন সখীপুরে ধান ক্ষেত থেকে গৃহবধূর লাশ উদ্ধার বাসাইলে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ দপ্তরির বিরুদ্ধে ভূঞাপুরে আধিপত্য বিস্তার থেকে ত্রিমুখী সংঘর্ষ, আহত ১৫ টাঙ্গাইলে তুচ্ছ ঘটনার জেরে অটোরিক্সা চালক নিহত

টাঙ্গাইলে লাইসেন্সবিহীন ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, থানায় মামলা

  • আপডেট : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১১৯ বার দেখা হয়েছে।

মো. সোহেল রানা : টাঙ্গাইলে লাইসন্সেবিহীন আদর্শ ক্লিনিক এন্ড হাসপিটালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার দুপুরে নিহতের স্ত্রী ক্লিনিক কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে চিকিৎসক ও হাসপাতালের স্টাফরা পলাতক রয়েছেন। নিহত টাঙ্গাইল দেলদুয়ার উপজেলার মাহমুদপুর গ্রামের মৃত আহমদ আলীর ছেলে আব্দুল হালিম (৭০)। এর আগে বৃহস্পতিবার রাতে টাঙ্গাইল শহরের আদর্শ ক্লিনিক এন্ড হসপিটালে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবারের সদস্যরা বলেন, ঈদের দিন আব্দুল হালিম সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পায়ের উপরের অংশে ভেঙে যায়। পরবর্তীতে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর তার হাই পেশার থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ অপারেশন করতে পারেনি। পরে গত বুধবার পরিবারের সদস্যরা আদর্শ ক্লিনিক এন্ড হসপিটালে ভর্তি করার। ভর্তির সময় অপারেশনের জন্য আমাদের কাছে প্রথমে ৫০ হাজার টাকা চাওয়া হয়েছিলো। পরে আমরা ২০ হাজার টাকা দিয়ে ভর্তি করি। বৃহস্পতিবার সন্ধ্যায় অপারেশন করার জন্য ক্লিনিকের অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। কিন্ত দুই ঘণ্টা পর ৮ টার দিকে জানানো হয় আব্দুল হালিমের মৃত্যু হয়।

এদিকে মৃত্যুর পর রাতে জেলা ক্লিনিক মালিক সমিতির নেতৃবৃন্দ দফারফা করার জন্য বসেন। কিন্ত দীর্ঘ বৈঠকের পরেও কোন সমাধান হয়নি। পরে হাসপাতালে পুলিশ আসেন।

সরেজমিনে রাতে দেখা যায়, রোগীদের কান্নায় আশপাশ ভারি হয়ে পুরো এলাকা। মৃত্যুর পর থেকে হাসপাতালের কোন চিকিৎসা ও হাসপাতালের স্টাফদের পাওয়া যায়নি। অভিযোগ রয়েছে আদর্শ ক্লিনিক এন্ড হাসপিটালের বৈধ কোন কাগজ নেই। অবৈধভাবেই চলে আসছিলো এই ক্লিনিকটি।

আব্দুল হালিমের নাতী সাদিয়া বলেন, সুস্থ অবস্থায় আমার দাদাকে ক্লিনিকে ভর্তি করি। ভর্তির সময় অপারেশনের জন্য আমাদের কাছে প্রথমে ৫০ হাজার টাকা চাওয়া হয়েছিলো। পরে আমরা ২০ হাজার টাকা দিয়ে ভর্তি করি। অপারেশন থেকে প্রায় ২ ঘণ্টা পর বের করে জানানো হয় মৃত্যু হয়েছে। আমরা এমন মৃত্যু মেনে নিতে পারছি না।

মৃত্যুর বিষয় নিয়ে দফারফা করতে আসা জেলা ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা বলেন, ওটিতে নেয়া পর্যন্ত রোগীর সাথে সম্পৃক্ত সকলের সাথে কথা বলে বিস্তারিত তথ্য পরে জানানো হবে। এ নিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে।

এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ বলেন, দুপুরের পর নিহতের স্ত্রী সাহারা বেগম বাদি হয়ে মামলা দায়ের করেছেন। এঘটনার পর থেকে ক্লিনিক কতৃপক্ষ পলাতক রয়েছেন। তবে আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে। এদিকে আদর্শ ক্লিনিক এন্ড হাসপিটালের কাউকেউ বক্তব্য দেয়ার মতো পাওয়া যায়নি।

এ ব্যাপারে টাঙ্গাইল সিভিল সার্জন অফিসের ডেপুটি সিভিল সার্জন ডা. আজিজুল হক বলেন, ওই ক্লিনিকে রোগী মৃত্যুর অভিযোগ শুনেছি। এ নিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। এছাড়া ক্লিনিকের এখন পর্যন্ত কোন বৈধ লাইসেন্স নেই। তারা লাইসেন্সের জন্য আবেদন করেছেন। সরেজমিন গিয়ে তদন্ত করে লাইসেন্সের দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme