সংবাদ শিরোনাম:
মাভাবিপ্রবিতে বিতর্কে জয়ী জয়ের বিরোধী দল ‘ভগ্নমনস্কতা’ টাঙ্গাইলে প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা, গ্রেপ্তার ২ টাঙ্গাইলে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে বর্নাঢ্য র‍্যালী ও অভিভাবক সমাবেশ গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত  মাওলানা ভাসানীর মাজারের দানবাক্সে মিলল ২ লক্ষ ৮৩ হাজার টাকা টাঙ্গাইলে বেপরোয়া গতির বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল সিএনজি যাত্রীর প্রাণ ধনবাড়ী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানে লড়ছেন ;মিনা লিপি মাভাবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের শরবত পান করালেন নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ এসোসিয়েশন মধুপুরে ইসতিসকার নামাজ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত
টাঙ্গাইল এনসিসি ব্যাংকের বিরুদ্ধে গ্রাহকের ৬২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ॥

টাঙ্গাইল এনসিসি ব্যাংকের বিরুদ্ধে গ্রাহকের ৬২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ॥

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল কালিহাতি উপজেলার রামপুর এনসিসি ব্যংকের চুক্তিভিত্তিক এক কর্মচারীর বিরুদ্ধে গ্রাহকদের জমানো প্রায় ৬২ লাখ টাকা আত্বসাতের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ওই ব্যাংক ঘেরাও করে বিক্ষোভ করেছে ভুক্তভোগি ও স্থানীয়রা। তারা ব্যাংকের সকল কর্মকর্তা কর্মচারীদের আজ বিকেল ছয়টা পর্যন্ত অবরুদ্ধ করে প্রায় ১০ ঘন্টা অবরুদ্ধ করে রাখে।

ব্যাংকের গ্রাহকদের অভিযোগ, স্থানীয় কাতার প্রবাসী সাদ্দাম হোসেন দীর্ঘদিন বিদেশে থাকা অবস্থায় তার পরিবারের মাধ্যমে এনসিসি ব্যাংকে ৩৫লাখ টাকা জমা রাখে। রোববার সে টাকা উত্তোলন করতে গেলে দেখা যায় পুরো ৩৫ লাখ টাকাই ব্যাংকের তৃতীয় শ্রেনীর কর্মচারী ইউসুফ আলী জাল সাক্ষরের মাধ্যমে তুলে ফেলেছে।

এসময় ব্যাংকে গ্রাহকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। মুহুর্তেই ব্যাংকের প্রায় সকল গ্রহকের মধ্যে বিষয়টি ছড়িয়ে পড়ে। এ ঘটনা অন্যান্য গ্রাহকরা জানার পর দেখা যায় তাদের মধ্যে আরো ৮জনের প্রায় ২৭ লাখ টাকা জাল সাক্ষরের মাধ্যমে উত্তোলন করা হয়েছে।

এক পর্যায়ে স্থানীয়রা ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের অবরুদ্ধ করে টাকা ফেরত দেয়ার দাবী জানায়। একই সাথে তারা এ ঘটনার জন্যে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায়।

এদিকে এঘটানায় গনমাধ্যম কর্মিরা ঘটনাস্থলে এসে কর্তৃপক্ষের নিকট জানতে চাইলে ঘটনার সত্যতা স্বীকার করেছে অভিযুক্ত ওই কর্মচারী। এদিকে কালিহাতি থানার এসআই ওহাব মিয়া জানান, ব্যাংকে আর্থিক লেনদেন নিয়ে উত্তেজনা বিড়াজ করায় তারা ঘটনাস্থলে আসে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিকে ব্যাংকের ম্যানেজার আবুল কালাম আজাদ জানিয়েছেন, অভিযোগের সত্বতা প্রমানিত হয়েছে। ইতো মধ্যেই একজনের ৩৫ লাখ টাকা আজ ফেরত দেয়া হয়েছে। বাকীদের টাকা ৭দিনের মধ্যেই ফেরত দেয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840