প্রতিদিন প্রতিবেদক মাভাবিপ্রবি : টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের নবীনবরন ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের গ্যালারীতে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফার্মেসী বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. মোঃ আশরাফ আলী।
এসময় উপস্থিত ছিলেন আয়োজক কমিটির আহবায়ক নিতীশ কুমার কুন্ডু, ফার্মেসী বিভাগের শিক্ষক ড. মোঃ নুরুল ইসলাম, মোহাম্মদ সাইফুল ইসলাম, এ.এইচ.এম মেজবাহ উদ্দীন, মোঃ মনির হোসেন, ফারিয়া ফারজানা পারভীন, সায়মা আরেফীন।