প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল সদর থানার গত ফেব্রুয়ারী মাসে এসআই শ্রী রামকৃষ্ণ শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করছেন ।
তিনি টাঙ্গাইল সদর থানায় গত ফেব্রুয়ারী মাসে শ্রেষ্ঠ হয়ে এমন অভূতপূর্ব সাফল্য অর্জনের অধিকারী হয়েছেন। পুলিশ প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরের কর্ম বিশ্লেষণে তিনি এমন গৌরবের কৃতিত্ব অর্জন করেছেন।
এসআই শ্রী রামকৃষ্ণ নেত্রকোনা জেলার মোহনগজ্ঞ উপজেলার কৃতি সন্তান।
গত সোমবার (১৯ মার্চ) সকালে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে ফেব্রুয়ারী-২০২৫ মাসের মাসিক কল্যাণ সভায় টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান ও অর্জন এবং চৌকস কার্য সম্পাদনের জন্য কর্মরত পুলিশ সদস্যদের মধ্যে ভালো কাজের পুরস্কার স্বরূপ ক্রেস্ট প্রদান করেন।
টাঙ্গাইল সদর থানার এসআই শ্রী রামকৃষ্ণ কে অপরাধ নিয়ন্ত্রণ, মামলা তদন্ত ও সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ অবদানের শ্রেষ্ঠ উপ-পরিদর্শক হিসেবে নির্বাচিত করে পুরস্কার স্বরূপ ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়েছে ওই অনুষ্ঠানে। তিনি গত ফেব্রুয়ারী মাসে ১১ জন নিখোজ ভিকটিম উদ্বার , ৬ টি জি আর ওয়ারেন্ট নিস্পত্তি ,এছাড়া বিভিন্ন মামলার আসামী ৯ জনকে গ্রেফতার এবং ইয়াবা ও হেরোইনসহ ২ জনকে গ্রেফতার করে।
তার এই অনন্য সাফল্যে সদর থানার অফিসার ইনচার্জ, সকল ফোর্স, বিভিন্ন মহল তাকে অভিনন্দন ও শুভেচ্ছা অভিসিক্ত করছেন।
জেলায় অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সকল থানার অফিসার ইনচার্জ, পুলিশের অন্যান্য ইউনিটের বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।