সংবাদ শিরোনাম:
কালিহাতীতে ইসলামী আন্দলোনের সম্মেলন অনুষ্ঠিত জমিদার ওয়াজেদ আলী খান পন্নী চাঁদ মিয়ার ৮৯তম মৃত্যুবার্ষিকী পালিত টাঙ্গাইলের হুগড়া ইউনিয়নে কাশিনগর যুব সংঘের ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত টাঙ্গাইলে হেফাজতে ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মধুপুরে মাদক ও বাল্য বিবাহ বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত নাগরপুরে দাদনের টাকার অভিযোগে ইট ভাটা বন্ধ-বিপাকে মালিক মধুপুরে নিযন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে টাঙ্গাইলে জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের নতুন জেলা কমিটি গঠন টাঙ্গাইলে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থী এবং ইন্টার্ন শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন টাঙ্গাইলে লাইসেন্সবিহীন ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, থানায় মামলা

নাগরপুরে জমির উপর দিয়ে ট্রাক নেয়ার বাঁধা দেওয়ায় হুমকি; থানায় অভিযোগ

  • আপডেট : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৭৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর: টাঙ্গাইলের নাগরপুরে জমির উপর দিয়ে অবৈধ বালুর ড্রাম ট্রাক চলাচলে বাধা দিলে প্রাণ নাশের হুমকি দেয় মাটি ব্যবসায়ীরা। এনিয়ে নিরাপত্তা চেয়ে নাগরপুর থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী হাবিবুর রহমান শাহীন (৪৮)। তিনি টাঙ্গাইল পৌরসভার মুসলিম পাড়া এলাকার মো. শাজাহান মিয়ার ছেলে।

অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার সহবতপুর ইউনিয়নের মুরাদপট্টি গ্রামে ১০৪ খতিয়ানের ৫৮,১২৬,১৮৩,২০২,৩০৪,২৪০,৩২৫ ও ৩২৬ দাগে মোট দাগে ৩১১ শতাংশ ভূমি লিজ নিয়ে চারপাশে সিমেন্টের খুটি দিয়ে মাটি ভরাট করে গাছ লাগায়। সেই ভূমির সীমারা পিলার ভেঙে জমির উপর দিয়ে একটি প্রভাবশালী মহল ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে মাটি কেটে ড্রাম ট্রাক চলাচলের রাস্তা করে। এবং ওই জমি থেকে মাটি কেটে রাস্তা করে নেয়। এতে বাঁধা দিলে মাটি ব্যবসায়ীরা মোবাইল ফোনে তাকে প্রাণ নাশের হুমকি দেয়। পরে জমির মালিক হাবিবুর রহমান শাহীন বাদী হয়ে নাগরপুর থানায় একটি লিখিত অভিযোগ দেন।

বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখাযায়, ধলেশ্বরী নদী থেকে একটি প্রভাবশালী মহল রাতের আঁধারে মাটির ড্রাম ট্রাক চলাচলের জন্য তিনটি পিলার ভেঙে সরু রাস্তা বের করেছেন। এছাড়াও ওই ভুমি থেকে মাটি কেটে নিয়ে গেছে।

স্থানীয়রা জানায়, রাত হলেও এখান দিয়ে ড্রাম ট্রাক ট্রাক্টর চলাচল করে। ওই ট্রাকের বিকট শব্দে ঘুমানো যায় না। এছাড়াও গাড়ি থেকে ধলোবালু উড়ে বাড়ির আসবাবপত্র ও খাবার নষ্ট হয়ে যায়। মাটি ব্যবসায়ীরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে সাহস পায়না।

কয়েকজন এসএসসি পরীক্ষার্থী জানায়, রাতের বেলায় এদিক দিকে ড্রাম ট্রাকের বিকট শব্দে ঠিকমত পড়ালেখা করতে পারিনা। এছাড়াও ধুলোবালু উড়ে এসে নাক মুখ দিয়ে ঢুকে একারণে মাঝেমধ্যে অসুস্থ্য হয়ে পড়ি। কেউ যেন দেখার নাই।

স্থানীয়রা আরও জানায় মাঝেমধ্যে প্রশাসন ট্রাক বন্ধ করে দেয় দুই-একদিনপর ফের চলাচল করে। নামপ্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানায় এখানে পুলিশ আসে পরে মাটি ব্যবসায়ীদের সাথে কথা বলে চলেযায়।

ভূমির মালিক হাবিবুর রহমান শাহীন বলেন, আমার জমির উপর দিয়ে জোরপুর্বক ট্রাক চলাচলের রাস্তা করেন মাটি ব্যবসায়ীরা। বাঁধা দিলে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণ নাশের হুমকি দেয়। পরে নাগরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

এবিষয়ে নাগরপুর থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম মুঠোফোনে জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme