প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে ইট ভাটার মালিকদের দাদনের পাওনা টাকার অভিযোগে ইট ভাটা বন্ধের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ইট ভাটাটি বন্ধ করায় দুই কোটি টাকার লোকসানে পড়েছে মালিকপক্ষ। বিপাকে পড়েছে তিন শতাধিক কর্মরত শ্রমিকরা। তবে ইটভাটা বন্ধের বিষয়টি অস্বীকার করেন দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক(এসআই) সাখোয়াত হোসেন।
জানা যায়,নাগরপুর উপজেলার তিরছা গ্রামে মেসার্স তিরছা বিকস্ নামে ২০১৭ সালে দুই একর জায়গার উপর নির্মিত হয়। তিনবছর মালিকদের নিজস্ব টাকায় ব্যবসা পরিচালনা করে আসলেও ২০২০ সালে স্থানীয়দের কাছ থেকে দাদনে টাকা নেয় মালিক পক্ষ। গত তিন বছর সেই দাদনের টাকা যথাক্রমে মিটিয়ে দিচ্ছে মালিক পক্ষ। ব্যবসায়ীক মন্দা হওয়ার চলতি বছর মালিক পক্ষ জমি বিক্রি করে ইট ভাটাটি ধারাবাহিকতা রক্ষায় চালু করেন। ২ রাউন্ড ইট পোড়ানোকালে দাদনের দেওয়া পাওনাদাররা চাপ দিতে থাকে। পর্যায়ক্রমে কিছু-কিছু পরিশোধ করতে থাকলেও পাওনাদারা সাকুল্য দাদনের টাকা পরিশোধ চেয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
মেসার্স তিরছা ব্রিকস্(ইট ভাটার) মালিক নজরুল ইসলাম, মিজানুর রহমান,নুরুল ইসলাম জানায়-অভিযোগের ভিত্তিতে নাগরপুর থানার পুলিশের উপপরিদর্শক(এসআই) সাখোয়াত হোসেন মালিক পক্ষ পাওনাদারদের মধ্যে ৪ জন ও একজন মালিক দিয়ে ৫জন ইটভাটা পরিচালনার জন্য দায়িত্ব দেন। দুই সপ্তাহ পরিচালনার পর তারা ভাটার দায়িত্ব ছেড়ে চলে যান। পরে থানায় গেলে দায়িত্বরত এসআই বলে দেন পাওনাদের চেক দিয়ে দেন নইলে ইট ভাটা বন্ধ থাকবে। সেই থেকে দুইমাস যাবত ইট ভাটাটি বন্ধ রয়েছে। এতে মালিক পক্ষের প্রায় দুই কোটি টাকা লোকসান হয়েছে বলে জানায়।
তারা জানায়, মৌসুমে দুই রাউন্ড ইট পুড়ানোর পর বন্ধ হয়ে যাওয়ায় তাদের অপুরণীয় ক্ষতি হয়েছে। একদিকে জমি বিক্রি করে ইটভাটায় চালান দিয়েছে অপরদিকে ভাটা বন্ধ থাকায় দাদনের টাকা পরিশোধ করতে পারছেনা।
তারা আরও জানায় গত তিন বছরে দাদনের টাকার লাভ্যাংশ যথাযথভাবে দিয়ে আসছি। অনেকের টাকা প্রায় শেষ পর্যায়ে,এই মুহুর্তে পুলিশ ভাটাটি বন্ধ করে দেওয়ায় আমরা পথে বসে গেছি।
তারা আরও জানায় তাদের ওই ভাটায় ৫ লাখ কাঁচা ইট রয়েছে। ইট গুলো দ্রুত পোড়াতে না পারলে নষ্ট হয়ে যাবে।
স্থানীয় একাধিক ব্যাক্তি জানায়,আমরাও ওই ভাটায় দাদনে টাকা দিছি,কিছু-কিছু টাকা পেয়েছি। ইট ভাটা বন্ধ না থাকলে আরও কিছু টাকা পেতাম। একবারে বন্ধ করে দেওয়ায় আমরা কোন টাকাইতো পাচ্ছিনা।
নামপ্রকাশে অনিচ্ছুক এক জনপ্রতিনিধি জানান, ওই ইটভাটায় তিনিও বেশকিছু টাকা পায়। এছাড়াও ওই ইটভাটার উপরে ৩’শ পরিবার চলে। ইটভাটাটি বন্ধ থাকায় তারা বিপাকে পড়েছে,অবর্ধহারে দিনাপাত করছে। ইটভাটির দ্রুত কার্যক্রম পরিচালনার দাবি জানান তিনি।
এ বিষয়ে, নাগরপুর থানার পুলিশের উপসহকারী(এসআই) সাখোয়াত হোসেন মুঠোফোনে জানান, ইটভাটাটি তিনি বন্ধ রাখার জন্য বলে নাই। এছাড়াও তিনি ট্রেনিংয়ে রয়েছে বলে জানান। ট্রেনিং থেকে এসে বিষয়টি দেখার আশ্সাস দেন।