সংবাদ শিরোনাম:
মধুপুরে গৃহবধু গণধর্ষণের শিকার ! দুই ধর্ষণকারী আটক ধনবাড়ীতে  প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত গোপালপুরে বোরো ধান বিষ দিয়ে পোড়ানোর অভিযোগ   টাঙ্গাইলে টিচার্স ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও ক্রেস্ট প্রদান টাংগাইল প্রেসক্লাবের সদস্য পদ পাওয়ায় ইমতিয়াজ রুবেল ও এরশাদুল ইসলামকে সংবর্ধনা টাঙ্গাইলে ১লা মে দিবস ২০২৫ উপলক্ষে বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ঘাটাইলে মহান মে দিবস পালিত টাঙ্গাইলে শ্রমিক দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে গোপালপুরে র‍্যালি ও আলোচনা সভা মধুপুরে  ট্রাক ও কভার্ডভ্যান ড্রাইভার্সের উদ্যোগে আন্তর্জাতিক মে দিবস পালন 

বড় মনির মামলার বাদি কিশোরীর বিরুদ্ধে আপন ভাইয়ের সাংবাদিক সম্মেলন

  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ৫৬৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদকঃ টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা বাস-কোচ-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনির বিরুদ্ধে ধর্ষন মামলার বাদি ওই কিশোরীর বিরুদ্ধে এবার সাংবাদিক সম্মেলন করেছেন তার আপন বড় ভাই মির্জা জিয়াউল হাসান জনি। বুধবার বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন তিনি বোনের বিরুদ্ধে মাদকাসক্তসহ নানা অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, তার বোন ষষ্ঠ শ্রেনীতে পড়া অবস্থায় বখাটে হয়ে যায়। সেসময় থেকেই সে নানা ধরনের নেশায় আসক্ত হয়ে পড়ে। বাড়িতে নিজের কক্ষে প্রতিনিয়ত নেশার আড্ডা বসাতো। এ ব্যপারে প্রতিবাদ করলে আমাদের উপর চড়াও হত। প্রতিবাদ করার কারনে সে একাধিকবার আমার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দেয়। এর প্রেক্ষিতে নানাভাবে আমাকে ও আমার স্ত্রীকে পুলিশের কাছে হয়রানী হতে হয়।
মির্জা জিয়াউল হাসান অভিযোগ করেন, তার এসব অনৈতিক কর্মকান্ডের কারনে আমাদের পরিবার এখন এলাকায় মুখ দেখাতে পারছেনা। দীর্ঘদিন ধরে আমরা এ সমস্যা ভোগ করে আসছি।

কিছুদিন আগে আমার বোন শহরের থানাপাড়া এলাকায় একটি ছেলেকে বিয়ে করে। পরবর্তীতে সে ওই স্বামীর বিরুদ্ধে বিভিন্ন প্রকার মিথ্যা মামলা দায়ের করে। পরে ছেলেটির কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করে সে। এ ব্যপারে শহরের বিভিন্ন মানুষের কাছে আমাদের হেয় হতে হয়েছে।
এদিকে তার বোন গত কয়েকমাস আগেও টাঙ্গাইল শহরের একটি স্বনামধন্য ক্লিনিকে গিয়ে গর্ভপাত ঘটায় বলে অভিযোগ করেছেন মির্জা জিয়াউল হাসান। এই গর্ভপাতের বিষয়টি জানাজানি হলে আমাদের পরিবারের মাঝে হলুস্থুল কান্ড ঘটে। আমাদের বোনদের মাঝে এ ঘটনায় মারাত্মক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এই গর্ভপাতের ঘটনায় সকল কাগজপত্র সংরক্ষর করা আছে বলেও দাবি করা হয় সংবাদ সম্মেলনে।
সম্প্রতি তার বোন একটি ধর্ষন মামলা দায়ের করেছে। এরপর যে মহিলার জিম্মায় রয়েছে সে মহিলা একজন মাদককারবারী। এলাকায় নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে ওই মহিলা। পুলিশের কাছে ওই মহিলা আমার (মির্জা জিয়াউল হাসান) ফুপু পরিচয় দিয়েছে। যা সম্পুর্ন মিথ্যা কথা। আমার ফুপুরা সকলেই শিক্ষিত ও স্বনাম ধন্য। ওই মহিলার সাথে আমাদের কোন সম্পর্ক নেই।

সংবাদ সম্মেলনে ওই কিশোরীর ভাই বলেন, আমার নিজের বোনের বিরুদ্ধে এসব কথা বলা আমার জন্যে খুবই কষ্টকর। তারপরেও আমার কিছু করার নেই। আমি ও আমার পরিবার এখনো আমার বোনের মঙ্গল কামনা করি। তাকে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হলে সে স্বাভাবিক জীবনে ফিরে আসবে বলে আমরা আশা করছি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme