ইসরাত জাহান, মাভাবিপ্রবি প্রতিনিধি: বন্যার্তদের পাশে দাঁড়াতে বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
গত ২১শে আগস্ট, বুধবার থেকে দক্ষিণ-পূর্ব অঞ্চলে ঘটমাণ আকষ্মিক বন্যার পর বন্যার্তদের ত্রাণ সংক্রান্ত বিষয়ে শিক্ষার্থীরা একজোট হয়ে বিভিন্ন কর্মসূচির উদ্যোগ নেন এবং মাঠ পর্যায়ে বিভিন্ন কাজে অংশগ্রহণ করেন।
প্রাথমিক অবস্থায় শিক্ষার্থীরা একজোট হয়ে বিভিন্ন ভাগে ভাগ হয়ে ক্যাম্পাস, ক্যাম্পাসের হল সহ, ক্যাম্পাস সংলগ্ন দোকানপাট, বাজার এবং বিভিন্ন মেস ও বাসাবাড়িতে অর্থ সংগ্রহের কাজ শুরু করেন৷ পরবর্তীতে তারা তাদের কর্মসূচির প্রসার ঘটিয়ে টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্রে নিরালা মোরে অবস্থিত শহীদ মিনারে বন্যার্তদের পাশে দাঁড়াতে সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে ‘গণ কর্মসূচির’ আহ্বান জানান। উক্ত কর্মসূচিতে সাধারণ জনগোষ্ঠীর ব্যাপক সাড়া লক্ষনীয়। ধনী-গরিব, ছোট-বড়, চাকুরিজীবী-বেকার, হিন্দু- মুসলিম সকল শ্রেনির মানুষ নির্বিশেষে, নির্বিবাদে তাদের জমানো অর্থ শিক্ষার্থীদের নিকট হস্তান্তর করে ঐক্যের এক অসাধারণ নজির স্থাপন করেন।
উক্ত অর্থ দ্বারা বন্যার্তদের জন্য চাল, ডাল, আলু, পেয়াজ, সয়াবিন তেল, সুপেয় পানি, শুকনা খাবার (চিড়া, মুড়ি, বিস্কুট), সরিষার তেল, লবণ, চিনি, স্যানিটারি ন্যাপকিন, সাবান, ডিটারজেন্ট, বাচ্চাদের সুজি, গুড়া দুধ, নুডলস, লাইটার, মোমবাতি, ওষুধ, খাবার স্যালাইন ইত্যাদির ব্যবস্থা করা করা হয়। প্রতি প্যাকেটে সকলের জন্য উক্ত সামগ্রীসমূহ নিশ্চিত করা হয়।
এছাড়াও শিক্ষার্থীদের আহ্বানে মাভাবিপ্রবি ক্যাম্পাসের হল সংলগ্ন গেস্ট রুমে বন্যার্তদের জন্য কাপড়চোপড় সংগ্রহের ব্যবস্থা করা হয়।
এ সম্পর্কে মাভাবিপ্রবির আহ্বায়কগণ জানান-
‘বন্যার্তদের জন্য মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এখন পর্যন্ত সর্বমোট (ক্যাশ) সংগ্রহ- ১৬,৯৭,৫৬০ টাকা।
এছাড়াও আনুমানিক পাঁচ লক্ষ টাকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী সংগ্রহ করতে পেরেছি। আমরা মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ যে আপনাদের আমানত সঠিকভাবে বন্যার্তদের নিকট পৌঁছে দিবো।
প্যাকেজিং এর কাজ চলছে…’