ইসরাত জাহান, মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ইন্ডিজেনাস স্টুডেন্টস অ্যাসোসিয়েশান কর্তৃক
বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিভিন্ন জাতিগোষ্ঠীর আদিবাসী শিক্ষার্থীরা, মিলিতভাবে আয়োজন করেছেন তাদের প্রাণের উৎসব—বিজু, বৈসু, সাংগ্রাই, বিষু, চাংক্রান—আদিবাসী বর্ষবরণ উৎসবের এক ক্ষুদ্র কিন্তু প্রাণবন্ত আয়োজন।
১ মে, ২০২৫, বৃহস্পতিবার সকল আদিবাসীরা একত্রে ক্যাম্পাসে এই উৎসব পালনের আয়োজন করেন।
উৎসবে ছিল—আদিবাসী খাবার, নৃত্য, গান, স্মৃতিচারণা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ—ভ্রাতৃত্ববোধের গভীর ছোঁয়া।
অ্যাসোসিয়েশানের সভাপতি স্নেহা স্নাল জানান-
‘মাভাবিপ্রবিতে আমাদের আদিবাসীদের একটি ছোট্ট পরিবার আছে। যেখানে আমরা পাহাড় থেকে শুরু করে সমতলের এমনকি চা বাগানের আদিবাসীরা একসাথে আছি। একসাথে মিলেমিশে আমরা চেষ্টা করি মাভাবিপ্রবির বুকে এই বর্ণিল আয়োজনের মাধ্যমে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার। সেই সাথে আমাদের ভাতৃত্বের বন্ধন আরো মজবুত করার।’
অ্যাসোসিয়েশানের সাধারণ সম্পাদক অং সিং মং মারমা জানান- ‘এই প্রাণবন্ত আনন্দ বছরে একবার আসে তাই আমরা কোনভাবেই মিস করতে চাই না। ঐ দিনে বাড়িতে বাড়িতে বিশেষ আয়োজন থাকে, কেউ খালি হাত ফিরে আসে না বা আসতে দেই না।
এ বছর আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেকে গ্ৰামে গিয়ে পরিবার সাথে আনন্দ করতে ইচ্ছা থাকলেও একাডেমিক এবং চাকরি পড়াশোনা চাপের কারণে যেতে পারেনি। তাই ওনাদের কথা মাথায় রেখে বিলম্ব হলেও আমরা আয়োজন করেছি এবং সাথে আমরাও আনন্দ করেছি।’