ভাগ্য ফিরলো‌ ঘানি টানা সেই সুফিয়া বেগমের

ভাগ্য ফিরলো‌ ঘানি টানা সেই সুফিয়া বেগমের

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের গোপালপুর উপজেলার জোত আতাউল্যা গ্রামে চল্লিশ বছর ধরে ঘানি টানা সেই সুফিয়া বেগম(৫৫) এর পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন “আমরা গোপালপুরবাসী” ফেসবুক গ্রুপ।

সুফিয়া বেগমকে দেয়া হয়েছে বিশেষ পদ্ধতিতে তৈরি যন্ত্রচালিত ঘানি ও শীতবস্ত্র।

রবিবার (১২ই ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার পারভেজ মল্লিক, সুফিয়া বেগমের নিজ বাড়ির আঙিনায় সুফিয়ার ঘানি ঘর উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, ওসি(তদন্ত) মামুন ভুইঞা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, আমরা গোপালপুরবাসী ফেসবুক গ্রুপের এডমিনগন, গনমাধ্যমকর্মী প্রমূখ।

বিশেষ পদ্ধতিতে তৈরি ঘানি পেয়ে উচ্ছ্বসিত সুফিয়া বেগম বলেন, আমার জীবনে এমন পরিবর্তন আসবে কখনো‌ কল্পনাও করতে পারিনি, এখন থেকে আর বুকে চেপে ঘানি ঘুড়াতে হবে না, নতুন এই ঘানি দিয়ে ব্যবসা চালিয়ে আমার আগামী দিন গুলো সুখের হবে, আর কারো মুখাপেক্ষী হতে হবে না।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840