সংবাদ শিরোনাম:
মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’ কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার  টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় টাঙ্গাইলের ১৫বছর বয়সী তরুণ সামির তালুকদার জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

ভূঞাপুরে চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে সবার মনোনয়ন বৈধ

  • আপডেট : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ২০৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,ভূঞাপুর: টাঙ্গাইলে ভূঞাপুরে উপজেলা পরিষদ নির্বাচনে ১৪ জন প্রার্থী মনোয়নপত্র জমা দিয়েছেন। চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে সবার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে যাচাই-বাছাই কমিটি।

উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৫জন ও বিএনপির একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম, জেলা আওয়ামী লীগের সদস্য আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুৎ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, আওয়ামী লীগ নেতা ফিরোজ চৌধুরী ও জাতীয় শ্রমিক লীগের জেলা শাখার সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল লতিফ। এছাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মোস্তাফিজুর রহমান বাবলু।

ভাইস চেয়ারম্যান পদে, বর্তমান ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আরিফুল হক আরজু, ফলদা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, সাবেকউপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামীলীগের সদস্য মোছা. হোসনে আরা বেবী এবং উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক মোছা. সাদিয়া আফরিন খানম লোপা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া মঞ্জুয়ারা নামের আরেকজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রোববার (২৩ এপ্রিল) সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের জমাকৃত মনোনয়নপত্রে কিছু তথ্য জটিলতার কারণে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা ও ভাইস চেয়ারম্যান পদে আরিফুল হক আরজুর মনোয়নপত্র স্থগিত করার পর আবার বৈধ ঘোষণা করা হয়।

সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফাহিমা বিনতে আখতার জানান, তথ্যগত কিছু সমস্যা দেখা দিলে পরে প্রাথীদ্বয় তা খন্ডন করার পর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের জমা দেয়ার শেষ দিন ছিলো ২১ এপ্রিল, বাছাইয়ের তারিখ ২৩ এপ্রিল, আপিল দায়ের ২৪-২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭-২৯ এপ্রিল, প্রার্থীতা প্রত্যাহার ৩০ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ ২ মে। উপজেলায় ভোটগ্রহণ হবে আগামী ২১ মে ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme