ভূঞাপুরে চারটি ষাড় গরু উদ্ধার করল পুলিশ

ভূঞাপুরে চারটি ষাড় গরু উদ্ধার করল পুলিশ

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুরে চারটি ষাড় গরু উদ্ধার করেছে ভূঞাপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার রাতে উপজেলার পাছতেরিল্যা গ্রাম থেকে গরুগুলো উদ্ধার করা হয়। গরুগুলোর আনুমানিক মূল্য ২ লাখ ৭০ হাজার টাকা হতে পারে বলে জানায় পুলিশ।

থানা সূত্র জানা যায়, উপজেলার ফলদা ইউনিয়নের পাছতেরিল্যা গ্রামের সিএনজি চালক হালিম মিয়ার বাড়ি থেকে গত বৃহস্পতিবার রাতে গরুগুলো উদ্ধার করা হয়। গরুগুলো মালিকবিহীন।

এ বিষয়টি শুক্রবার (২৩ এপ্রিল) বিকালে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাব নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধারকৃত গরুগুলো থানা হেফাজতে রাখা হয়েছে। প্রকৃত মালিক খোঁজা হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840