প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি, আইনশৃঙ্খলার অবনতি ও ধর্ষণের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় দেশের নৈরাজ্যকর পরিস্থিতি, আইনশৃঙ্খলার অবনতি ও ধর্ষণের বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল করে সাধারণ শিক্ষার্থীরা। মিছিলটি ইবরাহীম খাঁ সরকারি কলেজ থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে অবস্থান কর্মসুচী পালন করে। পরে এক সংক্ষিপ্ত আলোচনার আয়োজন করে। এতে বক্তব্য রাখেন, সুবর্ণা, মো. ফাহাদ ইসলাম, আব্দুল হামিদ, আনোয়ারুল ইসলাম, মাইদুল মন্ডল, গৌতম কুমার দাশ প্রমুখ।
বক্তারা দেশের নৈরাজ্যকর পরিস্থিতি, আইনশৃঙ্খলার অবনতি ও ধর্ষণের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টার নিকট জোর দাবী জানানো হয়।