প্রতিদিন প্রতিবেদক ভূঞাপুর : বিএনপির অগ্নিসন্ত্রাস ও সহিংসতা নৈরাজ্যের প্রতিবাদে টাঙ্গাইলের ভূঞাপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
রবিবার (৩০ জুলাই) সকাল ১১টায় ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন- ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাহিনুল ইসলাম তরফদার বাদল, উপজেলা ভাইস চেয়ারম্যান আলিফনূও মিনি, সাবেক ইউপি চেয়ারম্যান আইয়ুব আল মোল্লা, আমিনুল ইসলাম আমিন, নিকরাইল ইউপি চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ, জেলা পরিষদ সদস্য খাইরুল ইসলাম তালুকদার বাবলু, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাছেদ মন্ডল প্রমুখ