সংবাদ শিরোনাম:
মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’ কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার  টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় টাঙ্গাইলের ১৫বছর বয়সী তরুণ সামির তালুকদার জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

ভূঞাপুর হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা, চোখের ড্রপ সংকট

  • আপডেট : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ২৮৮ বার দেখা হয়েছে।

বিশষি প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পেট ব্যাথা, ডায়রিয়াসহ বিভিন্ন রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এতে নির্ধারিত শয্যার বাইরেও হাসপাতালের মেঝেতে চিকিৎসা সেবা নিচ্ছে রোগীরা। এছাড়া চোখ উঠা রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চোখের ড্রপের সংকট তৈরি হয়েছে। এতে বেশি দামে ড্রপ কিনতে হচ্ছে রোগীদের।

শনিবার ১৫ অক্টোবর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, ৫০ শয্যার হাসপাতালটিতে রোগীর চাপ বেড়ে যাওয়ায় বারান্দায় চিকিৎসা নিচ্ছে রোগী ও স্বজনরা। তবে বেড সংকটের কারণে রোগীদের স্থান দিতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ। জানা গেছে, ভূঞাপুর উপজেলাসহ পাশ্ববর্তী ঘাটাইল ও কালিহাতী উপজেলার মানুষজন ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নেয়। এতে বাড়তি রোগীর চাপ বাড়ে হাসপাতালে। ফলে বিভিন্ন মৌসুমে রোগীর চাপ বেড়ে যায়। তবে গেল কয়েকদিন ধরেই ৫০ শয্যার হাসপাতালটিতে বেড গুলো রোগীতে পরিপূর্ণ হওয়ার পরও হাসপাতালের বারান্দায় চিকিৎসা নিচ্ছে। এতে হাসপাতালে রোগীরা অধিকাংশ পেটের ব্যাথা, ডায়রিয়া ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হচ্ছেন। তবে উপজেলায় বেসরকারি পর্যায়ে চিকিৎসা সেবার মান উন্নয়ন বা ক্লিনিকে ভর্তির হয়ে চিকিৎসার সুযোগ না থাকায় হাসপাতালেই ভর্তি হচ্ছে রোগীরা। এছাড়া উপজেলায় চোখ উঠার রোগীর সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চোখ উঠা রোগে আক্রান্ত হচ্ছে। এতে চোখের ড্রপের সংকট তৈরি হয়েছে। ফলে বেশি দামেও মিলছে না চোখের ড্রপ।

কালিহাতী উপজেলার চরহামজানী গ্রামের রোগী খাদিজা বেগম বলেন, দুইদিন আগে পেটের ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি হয়েছি। তবে হাসপাতালে বেড না পেয়ে বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে। হাসপাতালে ভর্তি হওয়া রোগী ও স্বজনরা জানান, হাসপাতালে বেড সংকট। চিকিৎসা সেবা ভাল হলেও বারান্দায় থাকতে হচ্ছে চিকিৎসা নিতে। ডায়রিয়ার রোগীরাও বেড না পেয়ে বারান্দায় থাকছে। হাসপাতালের নার্স খালেদা আক্তার জানান, বর্তমানে হাসপাতালে রোগীর সংখ্যা বেশি। বেড সংকটের কারণে চিকিৎসাসেবা দিতে হচ্ছে বারান্দায়।

ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এনামুল হক সোহেল বলেন, উপজেলা ছাড়াও আশপাশের আরো তিনটি উপজেলার মানুষজন এই হাসপাতালে চিকিৎসা নিতে আসে। এছাড়া হাসপাতালে ওষুধ পর্যাপ্ত সরবরাহ থাকায় আউটডোরেও রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তবে বর্তমানে হাসপাতালে রোগীর সংখ্যা বেশি হওয়ায় বারান্দাতে চিকিৎসাসেবা দিতে হচ্ছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme