সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে সিলেকশনের মাধ্যমে কোন শ্রমিক সংগঠন করতে দেয়া হবে না: এমপি ছানোয়ার হোসেন জোয়াহেরের আইনজীবি সনদ ও মুক্তিযোদ্ধা হওয়া নিয়ে এবার প্রশ্ন তুলেছেন ছোট মনির এমপি টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক লীগের পানি-স্যালাইন-শরবত বিতরণ টাঙ্গাইলে চরম উত্তেজনার মধ্য দিয়ে আওয়ামী লীগের দু’পক্ষের মহান মে দিবস পৃথকভাবে পালিত টাঙ্গাইলে মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধের মৃত্যু কালিহাতীতে প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা লালমাটি যাচ্ছে ইটভাটায়, টাঙ্গাইলের পাহাড়ি টিলা হচ্ছে সমতল ভূমি! ভূঞাপুর উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এক প্রার্থী, লড়াই হবে বিএনপিসহ ৪ জনের টাঙ্গাইল শহরের প্রবেশ পথে ময়লা আবর্জনার ভাগাড়, জনস্বাস্থ্য ও পরিবেশ হুমকিতে সরকারি সা’দত কলেজ শাখা ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত
মধুপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা সহ নিহত দুই

মধুপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা সহ নিহত দুই

প্রতিদিন প্রতিবেদক মধুপুর : টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতাসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কাকরাইদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কাকরাইদ আকালিয়াবাড়ির শাহজাহান আলীর ছেলে অমিত হাসান (২০) এবং গোবুদিয়া গ্রামের শামসুল হকের ছেলে আনন্দমোহন কলেজ ছাত্রলীগ নেতা ও মধুপুর  উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সিনিয়র সহ সভাপতি শিমুল হাসান।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তিন বন্ধু মোটরসাইকেলে জলছত্র এলাকা থেকে কাকরাইদ আসার পথে  টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের কাকরাইদ বাজার এলাকায় বিপরীতগামী অটোভ্যানের সঙ্গে ওই মোটরসাইকেলের সংঘর্ষে এই দূর্ঘটনা ঘটে।

এতে শিমুল সহ তিনজন গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মোটরসাইকেল চালক অমিত হাসানকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

অন্য দুই আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাত আড়াইটার দিকে শিমুলকে ঢাকায় পাঠানো হয়। সেখানে নেয়ার পর বৃহস্পতিবার ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক কামাল জানান, এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি।অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

এদিকে নিহত ছাত্রনেতা শিমুলের আকস্মিক মৃত্যুতে শোকের মাতম বইছে তার পরিবারের, সহকর্মী ও বন্ধুদের মাঝে।

মধুপুর উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক আল আমিন হীরা জানান, শিমুলের এমন অকাল মৃত্যুর সংবাদ কিছুতেই মেনে নিতে পারছিনা।তার মৃত্যুতে আমরা আমাদের একজন ত্যাগী সহকর্মীকে হারালাম।তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।এমন দূর্ঘটনা যেন আর কোন পরিবারের জন্য  সারাজীবনের কান্নার কারন না হয় এজন্য তিনি সবাইকে রাস্তায় সতর্ক হয়ে গাড়ি চালানোর অনুরোধ জানান। 

নিহত শিমুলের লাশ বৃহস্পতিবার বাদ মাগরিব জানাজা শেষে তার পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

উল্লেখ্য, গত রোববার সন্ধ্যায় দূর্ঘটনা স্থলের ২০০ গজের মধ্যে আরেকটি মোটরসাইকেল দুর্ঘটনায় মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী মধুপুরের আশুরা গ্রামের সেলিম হোসেন নামে এক তরুণের মৃত্যু হয়।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840