সংবাদ শিরোনাম:
কালিহাতীতে ইসলামী আন্দলোনের সম্মেলন অনুষ্ঠিত জমিদার ওয়াজেদ আলী খান পন্নী চাঁদ মিয়ার ৮৯তম মৃত্যুবার্ষিকী পালিত টাঙ্গাইলের হুগড়া ইউনিয়নে কাশিনগর যুব সংঘের ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত টাঙ্গাইলে হেফাজতে ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মধুপুরে মাদক ও বাল্য বিবাহ বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত নাগরপুরে দাদনের টাকার অভিযোগে ইট ভাটা বন্ধ-বিপাকে মালিক মধুপুরে নিযন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে টাঙ্গাইলে জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের নতুন জেলা কমিটি গঠন টাঙ্গাইলে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থী এবং ইন্টার্ন শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন টাঙ্গাইলে লাইসেন্সবিহীন ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, থানায় মামলা

মাভাবিপ্রবি ক্যাফেটেরিয়ায় পর্দা কর্নারের দাবি সাধারণ শিক্ষার্থীদের 

  • আপডেট : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ৮২ বার দেখা হয়েছে।

মাভাবিপ্রবি প্রতিনিধি: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) এর ক্যাফেটেরিয়ায় পর্দা কর্নার চালুর দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসে পর্দানশীন শিক্ষার্থীদের স্বাচ্ছন্দ্যমূলক পরিবেশ নিশ্চায়নের লক্ষ্যে তারা এই দাবি তুলেছেন।

বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের শিক্ষার্থী খাদিজা আরেফিন মীম সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে এই বিষয়ে মত প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, যারা পর্দা মেইনটেইন করেন, তাদের জন্য খুবই ছোট পরিসরে হলেও ক্যাফেটেরিয়ায় আলাদা বসার ব্যবস্থা থাকা উচিত। এতে তারা স্বস্তির সঙ্গে খাবার গ্রহণ করতে পারবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেক শিক্ষার্থী এই দাবির প্রতি সমর্থন জানিয়েছেন। পোস্টটিতে শতাধিক প্রতিক্রিয়া ও বহু মন্তব্য দেখা গেছে।

খাদিজা আরেফিন মীম বলেন, “আমরা এখন নিজেদের মতামত ও ইচ্ছাগুলো মুক্তভাবে প্রকাশ করার সুযোগ পাচ্ছি। প্রত্যেকেরই নিজস্ব চিন্তার অধিকার রয়েছে, এবং সেই অধিকার থেকেই আমরা বিশ্বাস করি—ক্যাফেটেরিয়ায় একটি পর্দা কর্নার থাকা অত্যন্ত জরুরি। এটি শুধু ব্যক্তিগত চাহিদার বিষয় নয়, বরং সবার জন্য স্বাচ্ছন্দ্য ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করার একটি যৌক্তিক দাবি।”

তিনি আরও উল্লেখ করেন—

শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষার ব্যস্ততার কারণে অনেক সময় সকালে ঠিকমতো খেতে পারেন না। ফলে দুপুরের আগেই ক্লান্তি ও দুর্বলতা অনুভব করেন। কিন্তু যারা পর্দা মেনে চলেন, তাদের জন্য ক্যাফেটেরিয়ায় স্বাচ্ছন্দ্যে বসে খাওয়া কঠিন হয়ে যায়। যদি একটি পর্দা কর্নারের ব্যবস্থা থাকে, তাহলে এসব শিক্ষার্থী নির্ভয়ে খাবার গ্রহণ করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের উচিত সকল শিক্ষার্থীর চাহিদাকে সমান গুরুত্ব দেওয়া। কেউ চাইলে ক্যাফেটেরিয়ার সাধারণ কর্ণারে বসতে পারেন, আবার কেউ চাইলে নিজের ধর্মীয় বিশ্বাস ও ব্যক্তিগত পছন্দ অনুযায়ী পর্দার মধ্যে স্বাচ্ছন্দ্যের পরিবেশে খাবার গ্রহণ করতে পারেন।

শুধু খাদিজা আরেফিন মীম নন, আরও অনেক শিক্ষার্থী এই দাবির প্রতি সমর্থন জানিয়েছেন। 

ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের শিক্ষার্থী তাসলিমা ইসলাম বলেন—

“আমার মনে হয়, আমার মতো আরও অনেকেই পরিপূর্ণ পর্দার কারণে ক্যাফেতে বসে খেতে পারেন না। । কিছু খেতে ইচ্ছা করলে পার্সেল নিতে হয়, যা সবসময় সম্ভব হয়না।। আবার পার্সেল নেওয়ার সময় মারাত্মক ভীড় হয়,  ছেলেমেয়েরা  ভীড়ের মধ্যে দাঁড়িয়ে   এক প্রকার যুদ্ধ করে পার্সেল নিতে হয়, এটাও সমাধান করা উচিত। যদি ক্যাফেতে একটি পর্দা কর্নারের ব্যবস্থা করা হয়, তাহলে আমাদের মতো শিক্ষার্থীদের জন্য ভালো হবে। কেউ দেখে ফেলবে, পর্দা নষ্ট হবে—এই দুশ্চিন্তা করতে হবে না। সবাই শান্তিতে খাবার খেতে পারবো।”

ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের শিক্ষার্থী তানিয়া আক্তার  বলেন—

“প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে স্বল্পপরিসরে হলেও অন্তত একটা টেবিলে পর্দা-কর্ণার থাকলে ভালো হয়। পর্দা কর্ণার করার মানে অন্যদের সাথে বৈষম্য তৈরি করা নয়। অন্যান্য মুসলিম এবং অমুসলিম আপুরা চাইলে সেখানে খেতে পারবেন আর সাথে পর্দা করা আপুদের জন্য ও একটু সহজ হলে ক্ষতি কি! “

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন ‘সোচ্চার-টর্চার ওয়াচডগ বাংলাদেশ’-এর স্টুডেন্ট ক্লাব ‘সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক’-এর মাভাবিপ্রবি চ্যাপ্টারের সভাপতি নোমান বিন তাজ বলেন—

“প্রত্যেক মানুষ তার ন্যায্য অধিকার পাক—এটাই আমাদের দাবি। গতকালের ফেসবুক পোস্টে দেখলাম, ক্যাফেটেরিয়ায় একটি বৃহৎ সংখ্যক শিক্ষার্থীর খাবার খেতে সমস্যা হচ্ছে। যেহেতু এটি একটি সামষ্টিক সমস্যা, তাই আমাদেরও দাবি থাকবে, তাদের জন্য নির্ধারিত কর্নারের ব্যবস্থা করা হোক। এতে ক্যাম্পাসে সবার জন্য আরও অন্তর্ভুক্তিমূলক ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত হবে।”

পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. ফেরদৌস শান্ত 

বলেন—

যারা পর্দা মেইনটেইন করে তাদের জন্য ক্যাফেটেরিয়াতে পর্দা কর্ণার স্থাপন করার দাবি জানাচ্ছি।  অনেক সময় ক্লাস ও পরীক্ষা চলাকালীন অল্পসময়ের ব্রেকের মধ্যে তাদের জন্য মেসে কিংবা হলে যেয়ে খাবার খাওয়া সম্ভব হয়ে উঠেনা।  আশাকরি আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন, সম্মানিত শিক্ষকমণ্ডলী, ক্যফেটেরিয়া কতৃপক্ষ ও শিক্ষার্থী ভাই-বোনেরা বিষয়টিকে সহজভাবে এবং সহানুভূতির সঙ্গে বিবেচনা করবেন।

বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইল জেলার সমন্বয়ক মনিরুল ইসলাম বলেন—

“আমরা এমন একটি বিশ্ববিদ্যালয় চাই, যেখানে সব মতাদর্শের মানুষ তাদের বিশ্বাস ও মূল্যবোধ অনুসারে চলার সুযোগ পাবেন। এখানে একাডেমিক কার্যক্রমের বাইরে যেমন চিত্তবিনোদন, নাচ-গানের আয়োজন করা হয়, তেমনি যারা ধর্মীয় অনুশীলন করেন, তাদের জন্যও যেন সে অনুযায়ী পরিবেশ নিশ্চিত করা হয়। আমরা পারস্পরিক সহমর্মিতা ও সহযোগিতার মাধ্যমে বৈষম্যহীন একটি ক্যাম্পাস গড়ে তুলতে চাই।

ক্যাফেটেরিয়ায় খাবার খাওয়া পর্দাশীন শিক্ষার্থীদের জন্য বাস্তবেই একটি চ্যালেঞ্জ। তাদের এই অসুবিধার কথা চিন্তা করে যদি ক্যাফের একটি কর্নারে আলাদা ব্যবস্থা করা হয়, তাহলে তা তাদের জন্য স্বস্তিদায়ক হবে।”

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের আজহারুল ইসলাম সিয়াম বলেন—

“যে আপুরা পর্দা পালন করেন তাদের জন্য  ক্যাফের খোলামেলা পরিবেশে খাবার খাওয়া তো দূরের কথা পানি পান করাও কষ্টসাধ্য হয়ে যায়৷ ক্যাফেটেরিয়ায় পর্দা কর্ণার দাবির পক্ষে আমি একমত এবং দাবিটি যৌক্তিক দাবি বলে আমি মনে করি৷”

ক্যাফেটেরিয়ার পরিচালনাকারী উমর ফারুক বলেন, ক্যাফেটেরিয়া মূলত শিক্ষার্থীদের জন্য। যদি শিক্ষার্থীরা চায়, তাহলে তাদের জন্য একটি কর্নার করে দিতে আমাদের পক্ষ থেকে কোনো আপত্তি নেই। এস্টেট অফিসের অনুমতি সাপেক্ষে, পশ্চিম পাশের  কর্ণারে  এটি স্থাপন করা যেতে পারে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের পরিচালক ড. মো. আশরাফ আলী বলেন, শিক্ষার্থীরা যদি আবেদন করে, তাহলে আমি বিষয়টি গুরুত্বসহকারে আমাদের কমিটির কাছে উপস্থাপন করব। এ বিষয়ে আমরা ক্যাফেটেরিয়া পরিচালনাকারীদের সঙ্গে পরামর্শ করব এবং কোথায় এটি স্থাপন করা সম্ভব হতে পারে, তা নিয়ে আলোচনা করব।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme