প্রতিদিন প্রতিবেদক,মির্জাপুর : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলেল মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাক ও বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত ও কমপক্ষে ৫ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতদের তাৎক্ষনিক কোন পরিচয় জানা যায়নি।
গোড়াই হাইওয়ে থানা পুলিশ ও ঘটনার প্রত্যক্ষদির্শরা জানায়, গোড়াই এলাকায় মহাসড়কের উপর একটি ট্রাক দাড়িয়ে ছিল। বিপরীত দিক থেকে আসা অপর একটি পিকআপ ধাক্কজা লেগে পিকআপটি দুমরে মুচরে যায়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্বিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। নিহতদের রাশ উদ্ধার করে হাইওয়ে থানায় রেখেছেন।