প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুনের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল ও মাদক ব্যবসার মাধ্যমে জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ধারা ১৯ ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা ২০০৭ এর বিধি ২০ মতে গত ৯ সেপ্টেম্বর জেলা রিজিস্ট্রার, টাঙ্গাইল বরাবর জ্ঞাত বহির্ভূত সম্পদের তথ্য চেয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) টাঙ্গাইল সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা রাজু মোঃ সারওয়ার হোসেন স্বাক্ষরিত একটি পত্র দিয়েছেন।
যার স্মারক নং-০০.০১.৯৩০০.৬১৫.০১.০০৩.২০/৯৮৭। পত্রে বলা হয়েছে, সুষ্ঠু তদন্তের স্বার্থে মির্জাপুর উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আলম মামুন, তার স্ত্রী আখি আক্তার, ছেলে ওয়াফী-আল-আইয়ান ও মেয়ে শাইরা শামীম রাফার নামে ২০০০ সাল থেকে আপনার অধীনস্থ সাব-রেজিস্ট্রার অফিসসমূহে কোন জমি, প্লট, ফ্ল্যাট, বাড়ি, দোকানসহ অন্যান্য সম্পত্তির রেজিস্ট্রেশন হয়েছে কি না তা জানা এবং রেজিস্ট্রি হয়ে থাকলে রেজিস্ট্রি দলিলের সার্টিফাইড কপি (সাদা কাগজে) পর্যালোচনা করা প্রয়োজন।
একই সাথে এসব তথ্য গত বৃহস্পতিবার জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা রাজু মোঃ সারওয়ার হোসেনের কাছে প্রেরনের কথা থাকলেও তা এখন পর্যন্ত দেয়া হয়েছে।
তবে জেলা সাব রেজিস্ট্রি অফিস সূত্র জানিয়েছে আগামী সোমবারের মধ্যে এসব তথ্য জমা দেয়া হবে। এক সময়ের ছাত্রদল নেতা শামীম আল মামুন ১৯৯৫ সালে ছাত্রলীগে যোগদান করেন। দলীয় কোন সভাসমাবেশে অংশগ্রহন না করেও উপজেলার শীর্ষ স্থানীয় কয়েকজন নেতার আশীর্বাদ পুষ্ট হয়ে যান তিনি। গড়ে তোলেন এক সন্ত্রাসী বাহিনী।
শুরু করেন ব্যাপরোয়া চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড। আর এসব কর্মকান্ড করে বর্তমানে শামীমের রয়েছে কোটি কোটি টাকার সম্পদ ও বিলাশবহুল বাড়ি-গাড়ি। ২০০৭ সালে চন্দ্রবিন্দু ডায়াগনস্টিক সেন্টারের মালিক অনন্ত দাস নামের এক সংখ্যালঘু ব্যক্তির কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন শামীম।
বিষয়টি র্যাবকে জানায় অনন্ত। পরে গোপনে র্যাবের সদস্যরা ওই ডায়াগনস্টিক সেন্টারে উপস্থিত হয়ে হাতেনাতে চাঁদার টাকাসহ শামীম ও তার সহযোগীদের আটক করে। পরে এ ঘটনায় অনন্ত দাস বাদি হয়ে ২০০৮ একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন।
মামলায় শামীমকে সাত নম্বর আসামী করা হয়। যার মামলা নং ১০৮, তারিখ ২২-৪-২০০৮। ২৬দিন করাগারে থাকার পর জামিনে বের হয়ে বাদিকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে মামলাটি আপোষ করতে অনন্তকে বাধ্য করেন শামীম।
মামলা আপোষের পরপরই শামীমের ভয়ে এলাকা ছেড়ে সপরিবারে চলে যান অনন্ত দাস। এ সংক্রান্ত বিষয় নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এরপর থেকেই জেলার পুরো আইনশৃংখলাবাহিনীসহ অন্যান্য গোয়েন্দা সংস্থা শামীমের তথ্য নিতে শুরু করে।
অবশেষ দুদক শামীমের বিরুদ্ধে তদন্ত শুরু করে। এ ব্যাপারে শামীম আল মামুনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।