সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে ওয়ারিশ দাবি করায় ৭০ বছর বয়সী অসুস্থ বোনকে মারধরের অভিযোগ এসডিএসের ৮০০ শতাংশ জমি জাল দলিলে দখল নেয়ার অভিযোগমন্ত্রণালয়ের খাজনা নেয়ার নির্দেশনা নিয়ে টাঙ্গাইলে ব্যাপক সমালোচনা! ভূঞাপুর হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা সোবহান ও অফিস সহকারী ফরিদের দুর্নীতির অভিযোগ দুদকে (১) কালিহাতীতে ইসলামী আন্দলোনের সম্মেলন অনুষ্ঠিত জমিদার ওয়াজেদ আলী খান পন্নী চাঁদ মিয়ার ৮৯তম মৃত্যুবার্ষিকী পালিত টাঙ্গাইলের হুগড়া ইউনিয়নে কাশিনগর যুব সংঘের ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত টাঙ্গাইলে হেফাজতে ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মধুপুরে মাদক ও বাল্য বিবাহ বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত নাগরপুরে দাদনের টাকার অভিযোগে ইট ভাটা বন্ধ-বিপাকে মালিক মধুপুরে নিযন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে

মির্জাপুর সংসদ ছেলে সীমান্ত কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক

  • আপডেট : সোমবার, ১৩ মে, ২০১৯
  • ৯১০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : বাংলাদেশ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে সহ সম্পাদক পদে স্থান পেয়েছেন মির্জাপুরের তাহরীম হোসেন সীমান্ত।

সীমান্ত টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের পরপর চার বার নির্বাচিত সংসদ সদস্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেনের একমাত্র ছেলে।

কেন্দ্রীয় ছাত্রলীগ কমিটিতে স্থান পাওয়ায় মির্জাপুরের ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে খুশির জোয়ার বিরাজ করছে।

স্থানীয় নেতাকর্মীরা জানান, বাংলাদেশে ছাত্রলীগের ইতিহাসে এই প্রথম কেন্দ্রীয় কমিটিতে মির্জাপুরের কোন ছাত্র সহ সম্পাদকের মতো গুরুত্বপূর্ন পদে স্থান পেলেন। এজন্য মির্জাপুরের ছাত্রলীগের নেতাকর্মীরা মাননীয় প্রধানমন্ত্রী ও ছাত্রলীগের সভাপতি সম্পাদকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সোমবার বিকালে গণমাধ্যমের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে  ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

তাহরীম হোসেন সীমান্ত আইন বিষয়ে উচ্চতর ডিগ্রী অজনের জন্য লেখাপড়া করছেন। তাহরীম হোসেন সীমান্ত টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের পরপর চার বার নির্বাচিত এমপি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেনের একমাত্র ছেলে।

মির্জাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম জানান. মেধাবী ছাত্রনেতা তাহরীম হোসেন সীমন্ত উচ্চতর ডিগ্রী অর্জনের জন্য বিদেশে অবস্থান করলেও সুযোগ পেলেই দেশে এসে ছাত্রলীগের কর্মকান্ডে সক্রিয়ভাবে অংশ নেন।উপজেলা ছাত্রলীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের সাথে রয়েছে তার সক্ষতা।

গত জাতীয় সংসদ নির্বাচনে ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে নিয়ে নৌকার পক্ষে তরুণ ভোটারদের  আকৃষ্ট করতে মাঠ চষে বেড়িয়েছেন সীমন্ত।তার প্রচারনায় নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়।

ওই সময়ে প্রায় প্রতিদিনই উপজেলার বিভিন্ন স্থানে নির্বাচনী সভা সমাবেশে বক্তৃতা করে সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ব্যাপক আলোচনায় সৃষ্টি করেন তিনি।

এদিকে তাহরীম হোসেন সীমন্ত বাংলাদেশ ছাত্রলীগের সহ সম্পাদক মনোনীত হওয়ায় তাকে অভিভনন্দন জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপি,

মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাজী আবুল হোসেন, যুবলীগের আহবায়ক শামীম আল মামুন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme