সংবাদ শিরোনাম:
কালিহাতীতে ইসলামী আন্দলোনের সম্মেলন অনুষ্ঠিত জমিদার ওয়াজেদ আলী খান পন্নী চাঁদ মিয়ার ৮৯তম মৃত্যুবার্ষিকী পালিত টাঙ্গাইলের হুগড়া ইউনিয়নে কাশিনগর যুব সংঘের ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত টাঙ্গাইলে হেফাজতে ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মধুপুরে মাদক ও বাল্য বিবাহ বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত নাগরপুরে দাদনের টাকার অভিযোগে ইট ভাটা বন্ধ-বিপাকে মালিক মধুপুরে নিযন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে টাঙ্গাইলে জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের নতুন জেলা কমিটি গঠন টাঙ্গাইলে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থী এবং ইন্টার্ন শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন টাঙ্গাইলে লাইসেন্সবিহীন ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, থানায় মামলা

যমুনা গ্রুপ চেয়ারম্যান মৃত্যুতে কালিহাতী প্রেসক্লাবে দোয়া ও স্মরণ সভা

  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ৭১৭ বার দেখা হয়েছে।

মনির হোসেন কালিহাতী : যমুনা গ্রুপের চেয়ারম্যান দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে বৃহস্পতিবার (১৬ জুলাই) কালিহাতী ক্লাবের আয়োজনে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

কালিহাতী উপজেলা হল রুমে সামাজিক দূরত্ব বজায় রেখে কালিহাতী প্রেসক্লাবের সহ-সভাপতি  ও দৈনিক যুগান্তর পত্রিকার কালিহাতী প্রতিনিধি তারেক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দশকিয়া  ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেক ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি নুরুন্নবী সরকার।

কালিহাতী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দাস পবিত্র-এর পরিচালনায় উপস্থিত ছিলেন, কালিহাতী প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক রাইসুল ইসলাম লিটন, সোহেল রানা, কোষাধ্যক্ষ মেহেদি হাসান মৃদুল চৌধুরী, দপ্তর সম্পাদক মনির হোসেন,

প্রেসক্লাবের কার্যকরী সদস্য আনিসুর রহমান শেলী, আব্দুস সাত্তার, গণজাগরণের কালিহাতী প্রতিনিধি আব্দুল লতিফ তালুকদার, বিজনেস বাংলাদেশ কালিহাতী প্রতিনিধি জাহাঙ্গীর আলম ,জয়যাত্রা টেলিভিশন এর প্রতিনিধি হারুন-অর-রশিদ।

আলোচনা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও তোবারক বিতরণ করা হয়।

এরপূর্বে বুধবার (১৫ জুলাই) যমুনা গ্রুপের চেয়ারম্যান দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে টাঙ্গাইল প্রেসক্লাবে দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তর পত্রিকার টাঙ্গাইল প্রতিনিধি জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী।

যমুনা টেলিভিশনের প্রতিনিধি শামীম আল মামুনের পরিচালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সাবেক সভাপতি ও সরকারি সা’দত কলেজের সাবেক অধ্যক্ষ ড. মোঃ কামরুজ্জামান,

সহ সভাপতি তুহিন খান, ক্রীড়া সম্পাদক খন্দকার মাসুদুল আলম, দপ্তর সম্পাদক কালের কন্ঠের অরণ্য ইমতিয়াজ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক একুশে টিলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি কাজী তাজ উদ্দিন রিপন,

প্রেসক্লাবের কার্যকরী সদস্য জিটিভির জেলা প্রতিনিধি মহিউদ্দিন সুমন, ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি মামুনুর রহমান মিয়া, বিজয় টিভির প্রতিনিধি আবু জুবায়ের উজ্জল,

যায়যায় দিন প্রতিনিধি জুবায়ের মল্লিক বুলবুল, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি মাসুদ রানা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

টাঙ্গাইল প্রেসক্লাবের কার্যকরী সদস্য ও দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস-এর টাঙ্গাইল প্রতিনিধি হাজী সাহাবুদ্দিন মানিক দোয়ার মাহফিল পরিচালনা করেন। শেষে তোবারক বিতরন করা হয়।

এরপূর্বে শ্রদ্ধা আর চোখের জলে স্বাধীনতার ইশতেহার পাঠক ও সাবেক মন্ত্রী শাজাহান সিরাজকে শেষ বারের মতো বিদায় জানালেন টাঙ্গাইলের কালিহাতীর মানুষ।

 ঢাকা গুলশান সোসাইটি মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে বনানীতে দাফন করা হবে বলে শাজাহান সিরাজের মেয়ে সারোয়ার সিরাজ শুক্লা নিশ্চিত করে জানান।

বুধবার সকাল সাড়ে ১১ টায় এ্যাম্বুলেন্সযোগে শাজাহান সিরাজের মরদেহ ঢাকা থেকে এলেঙ্গায় পৌঁছালে সেখানে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

প্রিয় নেতাকে একবার দেখার জন্যে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের ঢল নামে।নেতাকর্মীসহ সাধারণ জনগণ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত মানুষ মুক্তিযুদ্ধে তার অবদানের কথা স্মরণ করেন।

তার দীর্ঘদিনের শতশত রাজনৈতিক সহকর্মী, ভক্ত অনুসারীরা অপেক্ষায় থাকেন কখন পাবে দেখা ?

বুধবার (১৫ জুলাই) দুপুর ১২ টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা সরকারী শামসুল হক কলেজ মাঠে প্রথম জানাজা ও দুপুর ২ টা ৩০ মিনিটে কালিহাতী সদরের শাজাহান সিরাজ কলেজ মাঠে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপার উপস্থিতিতে গার্ড অব অনার প্রদান করা হয় এই বীর সন্তানকে। প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীসহ সাধারণ মানুষ জানাযার নামাজে অংশগ্রহণ করেন।

করোনা ভাইরাসের কারনে সামজিক দূরত্ব মেনে জানাজা অনুষ্ঠিত হওয়ায় মাঠে লোক সংকুলান হয় নি। পরে রাস্তায় দাঁড়িয়ে অনেক মানুষ জানাজা নামাজ পড়েন।

দুই স্থানেই প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা-প্রতিষ্ঠান, পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ ফুল দিয়ে মরদেহে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় বক্তারা মহান মুক্তিযুদ্ধে তার অবদানের কথা স্মরণ করেন। পরিবারের পক্ষ থেকে সবার উদ্দেশ্যে কথা বলেন শাজাহান সিরাজের মেয়ে ব্যারিষ্টার সারওয়াত সিরাজ শুক্লা।

জানাজা নামাজে অংশগ্রহণ করেন টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বিকম,

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, কেন্দ্রীয় বিএনপির সদস্য লুৎফর রহমান মতিন, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল,

টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক, উপজেলা বিএনপির আহবায়ক শুকুর মাহমুদ, সিনিয়র যুগ্ম আহবায়ক ও কালিহাতী পৌরসভার মেয়র আলী আকবর জব্বার,

এলেঙ্গা পৌর মেয়র নূর এ আলম সিদ্দিকী, উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম আল মামুন মুকুল সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলা ও উপজেলা বিএনপি, আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, শাহজাহান সিরাজ মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৩ টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবত ক্যান্সারে ভুগছিলেন।

তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।
বর্নাঢ্য রাজনীতিবিদ শাজাহান সিরাজ ১৯৪৩ সালের ১ মার্চ জন্মগ্রহণ করেন।

তাঁর পিতার নাম আব্দুল গণি মিয়া এবং মাতার নাম রাহিমা খাতুন। বাড়ি টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার বেতডোবাতে। শাজাহান সিরাজ স্বাধীনতা পূর্ববর্তী রাজনীতির ‘চার খলিফা’র একজন।

বাংলাদেশের জাতীয় পতাকা তৈরির পরিকল্পনাকারীদের মধ্যে তিনি অন্যতম। ৩ মার্চ ১৯৭১ সালে মহান স্বাধীনতার ইশতেহার পাঠ করেন তৎকালীন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাজাহান সিরাজ।

শাজাহান সিরাজ একজন তুখোড় ছাত্রনেতা হিসেবে ষাটের দশকে বঙ্গের আলীগড় খ্যাত টাঙ্গাইলের করটিয়ার সরকারি সা’দত কলেজের ছাত্রসংসদের ২ বার ভিপি নির্বাচিত হন।

পরবর্তীতে দক্ষ, জনপ্রিয় রাজনীতিবিদ শাজাহান সিরাজ জাসদ ও বিএনপি’র প্রার্থী হয়ে ১৯৭৯, ১৯৮৮, ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে ৫ বার টাংগাইল- ৪ (কালিহাতী) আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

তিনি বিএনপি সরকারের নৌ পরিবহন প্রতিমন্ত্রী, বন ও পরিবেশ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেছেন। স্বাধীনতার পর শাজাহান সিরাজ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের রাজনীতির সাথে যুক্ত হন।

পরবর্তীতে তিনি জাসদ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করে ভাইস চেয়ারম্যান হন।

শিক্ষানুরাগী হিসেবে তিনি কালিহাতী উপজেলা সদরে কালিহাতী শাজাহান সিরাজ কলেজসহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন।

মৃত্যুকালে স্ত্রী রাবেয়া সিরাজ, এক ছেলে রাজিব সিরাজ শুভ এবং এক মেয়ে ব্যারিষ্টার সারওয়াত সিরাজ শুক্লাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শাজাহান সিরাজের স্ত্রী রাবেয়া সিরাজ বলেন মরদেহ ঢাকার বনানী কবরস্থানে দাফন করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme