গোপালপুর উপজেলার নলিন নঈম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এক পথসভায়, বুধবার রাত ৮টায় সদ্য নিবন্ধন পাওয়া, গন অধিকার পরিষদে সভাপতি নুরুল হক নূর (ভিপি নূর) প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
গন অধিকার পরিষদের উচ্চতর সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, গন অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন, অর্থ সম্পাদক ফাহিম, টাঙ্গাইল জেলা সাধারণ সম্পাদক নবাব আলী, টাঙ্গাইল জেলা ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মো. সজিব, টাঙ্গাইল জেলা বার সমিতির সদস্য ও কেন্দ্রীয় আইনজীবী পরিষদের সদস্য আসাদ ইসলাম প্রমূখ।
পথসভা শেষে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, পুলিশের গুলিতে নিহত ইমনের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ শেষে আর্থিক সহায়তা প্রদান করেন।
ভিপি নূর আরো বলেন, প্রতিকূল সময়ে ধারাবাহিক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে কিন্তু গন অধিকার পরিষদের জন্ম হয়েছে। আজকের যে এই গনঅভ্যুত্থান, যেই পাটাতনের উপর দাঁড়িয়ে গনঅভ্যুত্থান ঘটেছে কোটা সংস্কার আন্দোলন। ২০১৮সালে সেই কোটা সংস্কার আন্দোলনের জন্ম দিয়েছিলাম আমরা। সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলাম আমরা। ২০১৮ সালে আমরা সেই আন্দোলন করতে গিয়ে, কিভাবে নির্যাতিত, নিষ্পেষিত হয়েছি। ইউটিউবে যান ফেসবুকে যান কোটা সংস্কার আন্দোলনের হামলা লিখলেই সমস্ত ডকুমেন্ট চলে আসবে, আপনারা দেখতে পারবেন।