সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে ওয়ারিশ দাবি করায় ৭০ বছর বয়সী অসুস্থ বোনকে মারধরের অভিযোগ এসডিএসের ৮০০ শতাংশ জমি জাল দলিলে দখল নেয়ার অভিযোগমন্ত্রণালয়ের খাজনা নেয়ার নির্দেশনা নিয়ে টাঙ্গাইলে ব্যাপক সমালোচনা! ভূঞাপুর হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা সোবহান ও অফিস সহকারী ফরিদের দুর্নীতির অভিযোগ দুদকে (১) কালিহাতীতে ইসলামী আন্দলোনের সম্মেলন অনুষ্ঠিত জমিদার ওয়াজেদ আলী খান পন্নী চাঁদ মিয়ার ৮৯তম মৃত্যুবার্ষিকী পালিত টাঙ্গাইলের হুগড়া ইউনিয়নে কাশিনগর যুব সংঘের ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত টাঙ্গাইলে হেফাজতে ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মধুপুরে মাদক ও বাল্য বিবাহ বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত নাগরপুরে দাদনের টাকার অভিযোগে ইট ভাটা বন্ধ-বিপাকে মালিক মধুপুরে নিযন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে

সাফল্য অর্জনেও ব্যতীক্রম নয় জমজ দুই বোন,  লাইবা ও লামিয়া দুজনেই পেলেন জিপিএ- ৫

  • আপডেট : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ২১৮ বার দেখা হয়েছে।

মাজহারুল সোহান: জমজ দুই বোন।একজন লাইবা ও অপরজন লামিয়া। জমজ হওয়ার সুবাদে বেড়ে উঠা  একই সঙ্গে।পড়াশোনাতেও ব্যতীক্রম নয়। ভালো ফলাফলের ক্ষেত্রেও যেন একে অপরের পরিপূরক। পাল্লা দিয়ে দুই জমজ বোনই অর্জন করেছে জিপিএ-৫।

তারা দুজনেই টাঙ্গাইলের সৃষ্টি একাডেমিক স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হিসেবে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো। লাইবা ও লামিয়া টাঙ্গাইল পৌর এলাকার ইমদাদুল হক ও শায়লা পারভীন দম্পতির কন্যা সন্তান।

পরীক্ষার ফলাফলে আফরা আনিকা হক লামিয়ার প্রাপ্ত নাম্বার ১১৮২ আর আফরা নাওয়ার হক লাইবার প্রাপ্ত নম্বর ১১৯৬। তাদের মধ্যে লাইবা স্বপ্ন দেখছে বুয়েট থেকে পাশ করে প্রকৌশলী হওয়ার। অপরজন লামিয়া স্বপ্ন দেখছে মেডিকেল কলেজ থেকে পাশ করে চিকিৎসক হয়ে দেশ ও মানুষের সেবা করার।

লামিয়া জানায়, তাদের এ সাফল্যের পিছনে কঠোর পরিশ্রম,  অধ্যাবসায় ও তাদের মা-বাবার অবদানটাই মূখ্য ছিলো।সে  ভবিষ্যতে চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায়।

অপরদিকে লাইবা জানায়, আমরা দু’জন বোনের মধ্যে পারস্পরিক সম্পর্ক অনেক ভালো।পড়ালেখার ক্ষেত্রে আমরা একে অপরকে অনেক সহযোগিতা করতাম।তিনি আরো জানায়,পড়া কখনো জমিয়ে রাখতাম না।সময়ের পড়া সময়ে শেষ করতাম। পড়াশোনায় এ রকম রুটিন মেনে চলায় তা আমাকে ভালো ফলাফল অর্জনে সহায়তা করেছে।

জমজ দুই সন্তানের জননী শায়লা পারভীন জানান,কখনো আমার মেয়েদের পড়ার কথা বলতে হতো না।তাদের দুজনেই পড়াশোনার প্রতি অনেক আগ্রহী ছিলো।তাদের এ সাফল্যে প্রথমে আল্লাহর প্রতি শুকরিয়া জানাই। আমি অনেক খুশি আমার জমজ কন্যা সন্তানদের ফলাফলে।

এ বিষয়ে লাইবা ও লামিয়ার গৃহ শিক্ষক মানিক চাঁদ বলেন, যখন থেকে আমি ওদের দুজনকে পড়াই,ওদের মধ্যে কখনো পড়াশোনার প্রতি অনাগ্রহ দেখিনি। ওদের মেধা ও পরিশ্রম দেখে আমি আশাবাদী ছিলাম এ রকম ফলাফল অর্জনের বিষয়ে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme