সংবাদ শিরোনাম:
কালিহাতীতে ইসলামী আন্দলোনের সম্মেলন অনুষ্ঠিত জমিদার ওয়াজেদ আলী খান পন্নী চাঁদ মিয়ার ৮৯তম মৃত্যুবার্ষিকী পালিত টাঙ্গাইলের হুগড়া ইউনিয়নে কাশিনগর যুব সংঘের ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত টাঙ্গাইলে হেফাজতে ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মধুপুরে মাদক ও বাল্য বিবাহ বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত নাগরপুরে দাদনের টাকার অভিযোগে ইট ভাটা বন্ধ-বিপাকে মালিক মধুপুরে নিযন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে টাঙ্গাইলে জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের নতুন জেলা কমিটি গঠন টাঙ্গাইলে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থী এবং ইন্টার্ন শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন টাঙ্গাইলে লাইসেন্সবিহীন ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, থানায় মামলা

মির্জাপুরের মা সিএনজি ফিলিং স্টেশনের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

  • আপডেট : বুধবার, ৬ মার্চ, ২০১৯
  • ৮৬৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : মির্জাপুরের মা সিএনজি ফিলিং স্টেশনের বিরুদ্ধে জামানত ও বিলের প্রায় সাড়ে তিন কোটি টাকা বকেয়াসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে।

এই বিপুল অংকের টাকা পেতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ লিখিতভাবে জানালেও দীর্ঘ প্রায় সাড়ে তিন বছর হলেও জামানত ছাড়া গ্যাস বিক্রি অব্যহত রেখেছে মা সিএনজি।

এদিকে তিতাসের গাজীপুর অঞ্চলের সদ্য বিদায়ী উপ-ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. জয়নাল আবেদীন জানিয়েছেন, জামানতের টাকা বকেয়া রেখে কোন ভাবেই গ্যাস সংযোগ চালু রাখার সুযোগ নেই।

অভিযোগ রয়েছে সিএনজি স্টেশনটিতে ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত জামানতের ২ কোটি ৮ লাখ টাকা বকেয়া রয়েছে। এছাড়া চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বিল বাবদ বকেয়া রয়েছে ১ কোটি ২৬ লাখ টাকা।

জামানত ও বকেয়া বিলের এই বিপুল অংকের টাকা পরিশোধের জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ ২০১৫ সালে মা সিএনজি কর্তৃপক্ষকে লিখিতভাবে জানালেও তারা টাকা জমা এবং কোন সদোত্তর দেয়নি।

জানা গেছে, ২০০৮ সালে ৪৮ লাখ ৮১ হাজার ৩৫৫ টাকা জামানত দিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাসে মা সিএনজি ফিলিং স্টেশনের অনুমোদন নিয়ে ব্যবসা শুরু করেন।

টাঙ্গাইল তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানান, ২০১৫ সালে প্রথম দফায় সরকার গ্যাসের বৃদ্ধি পেলে প্রতিষ্ঠানটি জামানত বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ১ কোটি ১১ লাখ ১৭ হাজার ৪২৮ টাকা। ওই টাকা পরিশোধের জন্য ২০১৫ সালে লিখিতভাবে তাদের জানানো হয়।

কিন্ত মা সিএনজি কর্তৃপক্ষ জামানতের টাকা পরিশোধও করেনি এবং লিখিতভাবে কোন সময়ও প্রার্থনা করেননি।

পরবর্তীতে দ্বিতীয় দফায় ২০১৮ সালে সরকার গ্যাসের দাম বৃদ্ধি করলে প্রতিষ্ঠানটির জামানতের পরিমান দাঁড়ায় ২কোটি ৮লাখ ৮৯ হাজার ৯০০টাকা। কিন্ত এক বছর পেরিয়ে গেলেও সে টাকাও তারা জমা দেয়নি এবং কোন লিখিত আবেদনও করেনি।

এদিকে চলতি বছরের জানুয়ারি ও ফেব্ররুয়ারি দুই মাসের গ্যাস বিলও বাবদ প্রতিষ্ঠানটি কাছে বকেয়া রয়েছে ১ কোটি ২৬ লাখ ৮৭ হাজার ৩৫৪ টাকা।

জামানতের দুই মাসের বকেয়া বিল প্রতিষ্ঠানটির কাছে বর্তমানে তিতাস গ্যাসের পাওয়ানার রয়েছে ৩ কোটি ৩৫ লাখ ৭৭ হাজার ২৫৪ টাকা।

মা সিএনজি স্টেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. ইব্রাহিম মিয়া জানান, বুধবার বিকেলে জানুয়ারি মাসের বকেয়া ৬০ লাখ টাকা বিল পরিশোধ করা হয়েছে। জামনতের টাকার বিষয়ে তিনি বলেন অন্য দশটি সিএনজি স্টেশন যেভাবে চলছে তার টাও সেভাবেই চলছে বলে তিনি উল্লেখ করেন।

টাঙ্গাইল তিতাস গ্যাস অফিসের ব্যবস্থাপক মো. মামুনুর রহমান জানান, এ বিষয়ে দ্রুতই প্রয়োজনী ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য জামানতের পৌনে তিন কোটি টাকা ও দুই মাসের বকেয়া বিল থাকার অভিযোগে ২৮ ফেব্রুয়ারি গাজাীপুরের বোর্ড বাজারে অবস্থিত ইব্রাহিম মিয়ার মির্জাপুর সিএনজি নামে অপর আরেকটি সিএনজি স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া গাজীপুর তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme