সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে ১৬ সরকারি প্রতিষ্ঠানে উড়ছে না জাতীয় পতাকা টাঙ্গাইলে ওয়ালটনের নন স্টপ মিলিয়নিয়ার অফার উপলক্ষে র‌্যালী কালিহাতীতে আওয়ামীলীগ-সিদ্দিকী পরিবার মুখোমুখি টাঙ্গাইলের তিন উপজেলায় মাঠ-ঘাট চষে বেড়াচ্ছেন প্রার্থীরা টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু রংপুরে শুরু হয়েছে শেখ হাসিনা অনুর্ধ্ব-১৫ টি টোয়েন্টি প্রমীলা ক্রিকেট টুর্নামেন্ট ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে চশমা প্রতীক নিয়ে সাংবাদিক আতিক জনপ্রিয়তায় শীর্ষে ও জনসমর্থনে এগিয়ে ঘাটাইলে সেলাই মেশিন মার্কায় ভোট চাইলেন পৌর মেয়র আব্দুর রশীদ মিয়া টাঙ্গাইলে পুটিয়াজানী বাজারে দোকান ঘর ভাঙ্গচুরের অভিযোগ দেবরের বিরুদ্ধে সিরাজগঞ্জে ২১৬ কেজি গাঁজাসহ আটক ২ ; কাভার্ড ভ্যান জব্দ সাফল্য অর্জনেও ব্যতীক্রম নয় জমজ দুই বোন,  লাইবা ও লামিয়া দুজনেই পেলেন জিপিএ- ৫
ভূঞাপুরে প্রেমিকার বিয়ের পর অনশনরত প্রেমিকের আত্মহত্যা

ভূঞাপুরে প্রেমিকার বিয়ের পর অনশনরত প্রেমিকের আত্মহত্যা

প্রতিদিন প্রতিবেদক ভূঞাপুর : ভূঞাপুরে প্রেমিকার বিয়ের পরদিন প্রেমিক রাকিব ইসলাম (২৫) গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে । তাদের মধ্যে তিন বছর সম্পর্ক ছিল। সাম্প্রতি বিষয়টি উভয় পক্ষের পরিবারের মধ্যে জানাজানি হলে মেয়েটির বিয়ে হয়।

প্রেমিক রাকিব ইসলাম উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বিলচাপড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।

এর পূর্বে বৃহস্পতিবার রাতে বিয়ের দাবিতে প্রেমিকার বাড়ীতে অনশন করে ঐ প্রেমিক। বিষয়টি সম্মানের হানি হওয়ায় কৌশলে প্রেমিকার বিয়ে দিয়ে দেন তার পরিবার। বিয়ের পরের দিন শনিবার (১৬ মার্চ) গভীর রাতে নিজ ঘরের দক্ষিণ পাশের একটি গাছে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

পারিবারিক ও স্থানীরা জানায়, বিলচাপড়া গ্রামের নুরুল তালুকদারের ছেলে রাকিবের সাথে বছর তিনেক আগে একই গ্রামের হাবিবুর রহমান হাবিবের মেয়ে জয়নবের সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

তারা উভয়ই রাত জেগে নিয়মিত মোবাইল ফোনে কথোপকথন করত। পরিবারের সবার চোঁখকে ফাঁকি দিয়ে দেখা সাক্ষাতও হতো প্রতিনিয়ত।

এভাবে গোপনে চলতে থাকে তাদের ভালোবাসার সম্পর্ক। কিছুদিন আগে তাদের এ সম্পর্ক প্রকাশ পেয়ে যায় পরিবারের কাছে।

পরিবারের লোকজন মেয়ের বিয়ে দিতে মরিয়া হয়ে উঠে। পাত্রও ঠিক করে ফেলে তারা। মেয়ের এসএসসি পরীক্ষা থাকায় বিয়ের দিনক্ষণ পিছিয়ে গত বৃহস্পতিবার (১৪ মার্চ) ধার্য করা হয়। বিয়ের দিনই প্রেমিকার বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করে রাকিব। পরে এলাকাবাসী বুঝিয়ে তাকে বিয়ে বাড়ি থেকে ফিরিয়ে আনা হয়।

এরপর বৃহস্পতিবার রাতে বিয়ে হয়ে যায় প্রেমিকা জয়নবের। বিয়ে খবর শুনে প্রেমিকা হারানোর ক্ষোভ সইতে না পেরে শনিবার (১৬ মার্চ) রাতের কোনো এক সময়ে নিজ ঘরের পাশে একটি গাব গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে রাকিব। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু জানান, রাকিব নামের ওই ছেলেটি একটি মেয়েকে ভালোবাসতো। বৃহস্পতিবার মেয়েটির বিয়ে হয়ে যাওয়ায় ক্ষোভে সে এ ঘটনা ঘটিয়েছে। ঘটনাটি অত্যান্ত দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।

ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া হয়ে ছিল। কাউকে কোনো সন্দেহ বা অভিযোগ করেনি রাকিবের পরিবার। তবে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840