সংবাদ শিরোনাম:
কালিহাতীতে ইসলামী আন্দলোনের সম্মেলন অনুষ্ঠিত জমিদার ওয়াজেদ আলী খান পন্নী চাঁদ মিয়ার ৮৯তম মৃত্যুবার্ষিকী পালিত টাঙ্গাইলের হুগড়া ইউনিয়নে কাশিনগর যুব সংঘের ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত টাঙ্গাইলে হেফাজতে ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মধুপুরে মাদক ও বাল্য বিবাহ বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত নাগরপুরে দাদনের টাকার অভিযোগে ইট ভাটা বন্ধ-বিপাকে মালিক মধুপুরে নিযন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে টাঙ্গাইলে জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের নতুন জেলা কমিটি গঠন টাঙ্গাইলে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থী এবং ইন্টার্ন শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন টাঙ্গাইলে লাইসেন্সবিহীন ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, থানায় মামলা

নাগরপুরে প্রভাস ফেরত যুবক নিখোঁজ

  • আপডেট : সোমবার, ১৮ মার্চ, ২০১৯
  • ৭৩৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর : নাগরপুরের মো.আবুল কালাম নামের প্রভাস ফেরত যুবক নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো সন্ধান মিলেনি।

সে উপজেলার পাকুটিয়া ইউনিয়নের পুখুরিয়া গ্রামের জৈনুদ্দিনের পুত্র।

জানা যায়, চলতি বছরের ১০ মার্চ সকাল ১০টার দিকে রুপালী ব্যাংক সাটুরিয়া শাখায় টাকা তোলার জন্য তিনি বেরিয়ে যান। এরপর আর সে বাড়ী ফিরেনি। এদিকে বিভিন্ন স্থানে খোজ খবর করেও তার সন্ধান না পাওয়ায় চরম উদ্বেগ ও উৎকন্ঠায় রয়েছে স্বজনরা।

একই সঙ্গে কেউ তাকে অপহরন করতে পারে বলেও আশংকা করছেন তার পরিবার। এ ঘটনার পরের দিন ১১ মার্চ নিখোজ যুবকের বড় ভাই অবসরপ্রাপ্ত উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মোস্তফা কামাল নাগরপুর থানায় একটি সাধারন ডায়েরী করেন।

নিখোজের বড় ভাই ও ডায়েরী সূত্রে জানা গেছে, মো. আবুল কালাম প্রায় ১৬ বছর পর সৌদিআরব থেকে দেশে ফেরেন। ১০ মার্চ সকাল ১০টার দিকে এফডিআর (ফিক্স্ড ডিপোজিট) উত্তোলনের জন্য সাটুরিয়া রুপালী ব্যাংক শাখার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেয়।

এরপর থেকে আবুল কালাম নিখোজ রয়েছে। তার সেলফোনটি অদ্যাবধি বন্ধ আছে। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোজাখুজির পর তার হদিস না পেয়ে রুপালী ব্যাংক সাটুরিয়া শাখায় খোজ নেয়া হয়।

সেখানে সিসিটিভি ফুটেজে তার দেখা মিললেও ওই শাখায় তার কোন হিসাব নাই এমনকি কোন লেনদেনও হয়নি বলে শাখা ব্যবস্থাপক নিখোজ যুবকের বড় ভাই মোস্তফা কামালকে নিশ্চিত করেন।

নিখোজের বড় ভাই মোস্তফা কামাল আরো জানান, তার ভাই নিখোজ হওয়ার ৭ দিন অতিবাহিত হলেও তার কোন সন্ধান না পাওয়ায় চরম হতাশাগ্রস্থ হয়ে পরেছেন।

অবশেষে গত ১৫ মার্চ টাঙ্গাইল র‌্যাব-১২ কোম্পানি কমান্ডার বরাবর লিখিত অভিযোগ করেন বলেও জানান তিনি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme