প্রতিদিন প্রতিবেদক ঘাটাইল : ২৫ মার্চ গণহত্যা দিবস স্বরণে মোমবাতি জ্বেলে প্রদীপ প্রজ্জলন কর্মসুচীর মাধ্যমে শহীদের স্মরণ করেছেন ঘাটাইল উপজেলা প্রশাসন।
সোমবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রদীপ প্রজ্জলন কর্মসুচীতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামু, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি মোছা.নুর নাহার বেগম,
সরকারী জিবিজি কলেজের অধ্যক্ষ শামছুল আলম মনি, সমাজ সেবা অফিসার সানজিদা সুলতানা, সাবেক কমান্ডার মো.তোফাজ্জল হোসেন, সাবেক ডেপুটি কমান্ডার এন.এম.শাহনেওয়াজ, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন,
ঘাটাইল প্রেসক্লাবে সভাপতি মো.নজরুল ইসলাম, সাধারন সম্পাদক মো.নুরুজ্জামান মিঞা উপস্থিত ছিলেন।