প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : মির্জাপুরে গণহত্যা দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জলণ কর্মসূচী পালিত হয়েছে।
সোমবার রাত সোয়া সাতটার দিকে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত মুক্তির মঞ্চের সামনে এ কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেক,
সহকারি কমিশনার (ভূমি) মো. আজগর হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার দুর্লভ বিশ্বাস, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সরকার হিতেশ চন্দ্র।
এ সময় ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতের অন্ধকার দূর করতে মোমবাতি প্রজ্জলণ ও ওই রাতের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেন।