সংবাদ শিরোনাম:
সাফল্য অর্জনেও ব্যতীক্রম নয় জমজ দুই বোন,  লাইবা ও লামিয়া দুজনেই পেলেন জিপিএ- ৫ নাগরপুরে মুক্তিযোদ্ধা পরিবার রাজপথে, প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত এক স্কুল থেকে এসএসসিতে জিপিএ-৫ পেল জমজ দুই বোন মির্জাপুরে ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইলে মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের গার্ল-ইন- স্কাউটের সদস্যদের ডে ক্যাম্প ভূঞাপুরে সর্বজনীন পেনশন স্কিম অবহিতকরণে সভা দেলদুয়ারে অসহায় দুস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদান গোপালপুরের পরিবহন শ্রমিকদের ডাটাবেজ বা নিবন্ধন তৈরি শুরু যুবককে গাছে বেঁধে মারধরের ঘটনায় তোলপাড় ডিএনএ দিবসে মাভাবিপ্রবিতে শিক্ষার্থীদের দেয়ালিকা প্রদর্শনী
টাঙ্গাইল র‌্যাব অফিসের একশ গজ সামনে জুয়ার আসর থেকে ১৬ জন জুয়াড়ী গ্রেফতার

টাঙ্গাইল র‌্যাব অফিসের একশ গজ সামনে জুয়ার আসর থেকে ১৬ জন জুয়াড়ী গ্রেফতার

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল র‌্যাব অফিসের একশ গজ উত্তরে আনসার ক্যাম্পের সামনে আকুর-টাকুর পাড়া বকুলতলা স্টেডিয়াম মার্কেটের দ্বিতীয় তলার পূর্ব সাইড থেকে ১৬ জন জুয়ারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি (দক্ষিণ) সদস্যরা।

টাঙ্গাইল জেলার পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম এর নির্দেশনায় রোববার সন্ধ্যায় অভিযান চালায় ডিবি’র সদস্যরা। এসময় জুয়ার সরঞ্জাম সহ ১৬ জনকে গ্রেফতার করেন।

সোমবার দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানান জেলা গোয়েন্দা পুলিশ ডিবি (দক্ষিণ) এর অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত পিপিএম।

জেলা গোয়েন্দা পুলিশ ডিবি (দক্ষিণ) এর অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে ডিবি’র উপ-পরিদর্শক (এসআই) মোঃ আশরাফ হোসেন, (এসআই) মোঃ আলমগীর কবির, (এসআই) ওবায়দুর রহমান, (পিএসআই) ওবাইদুর রহমান ও সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে শহরের আকুর-টাকুর পাড়া বকুলতলা ক্রীড়া সংস্থার মার্কেটের দ্বিতীয় তলায় বিশেষ অভিযান চালায়।

এ সময় একুশ হাজার পঁয়ত্রিশ টাকা ও বিভিন্ন রংয়ের ৩৫১ টি তাশ সহ ১৬ জন জুয়াড়ী গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সোমবার গ্রেফতারকৃতদের টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত তাদের জেল-হাজতে প্রেরণের নির্দেশ দেন।

ডিবি (দক্ষিণ) এর সকল প্রকার অপলাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

উল্লেখ্য, রোববার বিকেলে টাঙ্গাইলের জনপ্রিয় অনলাইন “টাঙ্গাইল প্রতিদিন” টাঙ্গাইল র‌্যাব অফিসের একশ গজ সামনে প্রকাশ্যে চলছে জমজমাট জুয়ার আসর” এই শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর জেলা গোয়েন্দা পুলিশ ডিবি (দক্ষিণ)-এর সদস্যরা সন্ধ্যায় বিশেষ অভিযান চালিয়ে জুয়ার সরঞ্জাম সহ ১৬জন জুয়ারী কে গ্রেফতার করেন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840