সংবাদ শিরোনাম:
সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’ কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার  টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার

মির্জাপুরে সন্ত্রাসী সজিব গ্রেফতার

  • আপডেট : রবিবার, ৭ জুলাই, ২০১৯
  • ৬১৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর: মির্জাপুরে স্কুল ছাত্রীকে উত্যক্ত ও মোটর সাইকেলে তুলে নেয়ার চেষ্টার বিরুদ্ধে নালিশ করায় বাড়িতে হামলা চালিয়ে ছাত্রীর দাদাকে কুপিয়ে মারাত্মক জখম কারার ঘটনার মূল নায়ক সন্ত্রাসী সজিবকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে উপজেলার থলপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করে মির্জাপুর থানা পুলিশ।এদিকে এলাকার ত্রাস সজিব গ্রেফতার হওয়ায় থলপাড়া গ্রামসহ এলাকায় স্বস্তি নেমে এসেছে বলে জানা গেছে। অন্যদিকে সজিব গ্রেফতার হওয়ার পরও ভয়ে ওই ছাত্রী ও তার পিতা-মাতা বাড়ি ছেড়ে অন্যত্র অবস্থান করছে বলে খোঁজ নিয়ে জানা গেছে।

শনিবার সকালে থলপাড়া গ্রামের অষ্টম শ্রেণির এক ছাত্রী তার দুই সহপাঠীকে নিয়ে হাট ফতেপুর উচ্চ বিদ্যালয়ে যাচ্ছিল। পথিমধ্যে সকাল সাড়ে নয়টার দিকে সজিব (২৬) মোটরসাইকেল নিয়ে তার পথ গতিরোধ করে বিভিন্ন ভাবে কথা বলে উত্যক্ত করে। এক পর্যায়ে ওই ছাত্রীকে সজিব তার মোটরসাইকেলে তুলে নেয়ার চেষ্টা করে। এসময় ওই ছাত্রী ভয়ে দৌড়ে বাড়ি চলে যায়। বিষয়টি ওই ছাত্রী পরিবারের সদস্যদের জানায়।

পরে পরিবারের সদস্যরা পাশের বাড়ির প্রতিবেশী মন্টু ও বারেক মিয়াকে জানান। বারেক ঘটনাটি সজিবের পরিবারকে জানান। এ খবর জানার পর সজিব শনিবার দুপুরে উত্তেজিত হয়ে ধারালো অস্ত্র নিয়ে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে হামলা চালায়। এসময় ঘরের দরজা ভেঙ্গে মেয়েটির বাবাকে মারতে থাকে। পরে মেয়েটির দাদা তারাপদ সরকার (৬০) এগিয়ে আসলে তাকে ধারালো অস্ত্র দিয়ে ঘারের দুই পাশে কুপিয়ে মারাক্তক আহত করে।

এসময় সজিব তারাপদ’র মেয়ে মনি সরকারকে লাঞ্ছিত করে। ছাত্রীর দাদী শহীদ মুক্তিযোদ্ধার স্ত্রী রেনু বালাকেও মারপিট করে সজিব। সে হাতে ও কোমরে আঘাত প্রাপ্ত হন। এ ব্যাপারে ছাত্রীর পিতা রাতে মির্জাপুর থানায় মামলা করলে রাতেই পুলিশ অভিযান চালিয়ে সজিবকে গ্রেফতার করে।

রবিবার ঘটনাস্থল থলপাড়া গ্রামের ওই ছাত্রী ও তাদের প্রতিবেশীদের বাড়িতে গিয়ে দেখা গেছে ওই সংখ্যালঘু পাড়ায় থমথমে অবস্থা বিরাজ করছে। সজিব ও তার সহযোগীদের ভয়ে ছাত্রী ও তার পিতা-মাতাসহ অনেকেই বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছে। ওই গ্রামের লিয়াকত নামে এক যুবক সজিবকে সেল্টার দিয়ে আসছে বলে এলাকার লোকজনের কাছ থেকে জানা গেছে।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মিজানুল হক বলেন, শনিবার রাতেই সজিবকে গ্রেফতার করা হয়েছে। রোববার তাকে টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme