সংবাদ শিরোনাম:
বিলম্ব বিজু-বৈসু-সাংগ্রাই-বিষু-চাংক্রান উৎসব–২০২৫  হত্যা মামলার আসামী যুবলীগ নেতা টগর এয়ারপোর্টে আটক ধনবাড়ীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে কুপিয়ে হত্যা! কালিহাতীতে রাতভর ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা ও ড্রেজার পাইপ ধ্বংস তামাকজাত পণ্যের মূল্য ও কর বৃদ্ধির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন মধুপুরে গৃহবধু গণধর্ষণের শিকার ! দুই ধর্ষণকারী আটক ধনবাড়ীতে  প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত গোপালপুরে বোরো ধান বিষ দিয়ে পোড়ানোর অভিযোগ   টাঙ্গাইলে টিচার্স ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও ক্রেস্ট প্রদান টাংগাইল প্রেসক্লাবের সদস্য পদ পাওয়ায় ইমতিয়াজ রুবেল ও এরশাদুল ইসলামকে সংবর্ধনা

মির্জাপুর যুবদলের সভাপতি ও সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ

  • আপডেট : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯
  • ৫১২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : মির্জাপুরে কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষা করে যুবদলের ইউনিয়ন কমিটি গঠন করার অভিযোগে উপজেলা যুবদলের সভাপতি ও সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

রোববার টাঙ্গাইল জেলা যুবদলের আহবায়ক আশরাফ পাহেলী ও সিনিয়র যুগ্ম আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ স্বাক্ষরিত এক পত্রে তাদের কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে বলে জানা গেছে।

আগামী ৭ দিনের মধ্যে লিখিতভাবে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে উপজেলা যুবদলের কমিটি বিলুপ্তসহ সভাপতি সম্পাদককে দল থেকে বহিস্কারের সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে পত্রে উল্লেখ করা হয়েছে।

নোটিশ সূত্রে জানা গেছে, গত ২৮ জুলাই পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারাদেশে যুবদলের সকলস্তরে কমিটি গঠন, পুন:গঠন নিষিদ্ধ ঘোষণা করে নোটিশজারি করে কেন্দ্রীয় যুবদল।

কিন্ত কেন্দ্রীয় কমিটির নির্দেশনা উপেক্ষা করে একের পর এক ইউনিয়ন কমিটি গঠন করতে থাকে মির্জাপুর উপজেলা যুবদলের সভাপতি ও সম্পাদক।

অভিযোগ হলে উপজেলা যুবদলের সভাপতি গোলাম মোস্তফা জীবন ও সাধারণ সম্পাদক ডিএ মতিনকে জেলা কার্যালয়ে ডেকে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আর কোন কমিটি গঠন না করার বিষয়ে মৌখিকভাবে সর্তক করেন টাঙ্গাইল জেলা যুবদল।

এদিকে কেন্দ্রীয় যুবদলের নির্দেশনা ও জেলা আহবায়ক কমিটির মৌখিক সতর্কতার পরও গত ৮ নভেম্বর মাসুম সিকদারকে আহবায়ক মো. তুহিন, সাঈদ সিকদার ও জুয়েল রানাকে যুগ্ম আহবায়ক করে বানাইল ইউনিয়ন যুবদলের কমিটি গঠন করে উপজেলা যুবদলের সভাপতি গোলাম মোস্তফা জীবন ও সাধারণ সম্পাদক ডিএ মতিন।

যা সংগঠনের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের সামিল বলে ওই পত্রে উল্লেখ করা হয়েছে। এমতাবস্থায় সংগঠনের নির্দেশনা বারবার অমান্য করায় কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না তা আগামী ৭ দিনের মধ্যে লিখিতভাবে উত্তর প্রদানে নির্দেশ প্রদান করা হয়েছে পত্রে।

উল্লেখিত সময়ের মধ্যে সন্তোষজনক উত্তর প্রদানে ব্যর্থ হলে মির্জাপুর উপজেলা যুবদলের কমিটি বিলুপ্তসহ সভাপতি সম্পাদককে দল থেকে বহিস্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে বলে পত্রে উল্লেখ করা হয়েছে।

টাঙ্গাইল জেলা যুবদলের আহবায়ক আশরাফ পাহেলী একের পর এক কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করার অপরাধে মির্জাপুর উপজেলা যুবদলের সভাপতি সম্পাদকের নামে কারণ দর্শানোর নোটিশ প্রদান করার কথা স্বীকার করেন।

মির্জাপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ডিএ মতিন জানান, কমিটি গঠন পুন:গঠনের কেন্দ্রীয় নির্দেশনার কথা তার জানা নেই জানিয়ে বলেন, সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকীর নির্দেশে তার বাসায় বসেই বানাইল ইউনিয়ন যুবদলের আহবায়ক কমিটি করা হয়েছে।

উপজেলা যুবদলের সভাপতি গোলাম মোস্তফা জীবন কারণ দর্শানোর নোটিশ হাতে না পেলেও বিষয়টি জেনেছেন বলে তিনি জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme