সংবাদ শিরোনাম:
সখীপুরে ৯ ইউপি সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করলেন ইউপি চেয়ারম্যান। টাঙ্গাইল পৌরসভার চার কোটি টাকা ব্যয়ে সেতুতে উঠতে হয় মই দিয়ে গোপালপুরে গরু চুরির হিড়িক, আতংকে খামারীরা টাঙ্গাইলে ১৬ সরকারি প্রতিষ্ঠানে উড়ছে না জাতীয় পতাকা টাঙ্গাইলে ওয়ালটনের নন স্টপ মিলিয়নিয়ার অফার উপলক্ষে র‌্যালী কালিহাতীতে আওয়ামীলীগ-সিদ্দিকী পরিবার মুখোমুখি টাঙ্গাইলের তিন উপজেলায় মাঠ-ঘাট চষে বেড়াচ্ছেন প্রার্থীরা টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু রংপুরে শুরু হয়েছে শেখ হাসিনা অনুর্ধ্ব-১৫ টি টোয়েন্টি প্রমীলা ক্রিকেট টুর্নামেন্ট ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে চশমা প্রতীক নিয়ে সাংবাদিক আতিক জনপ্রিয়তায় শীর্ষে ও জনসমর্থনে এগিয়ে ঘাটাইলে সেলাই মেশিন মার্কায় ভোট চাইলেন পৌর মেয়র আব্দুর রশীদ মিয়া

টাঙ্গাইলে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান

ইসরাফিল রাসেল: ‘‘ব্যক্তি গঠন’ ইসলামী শিক্ষা ও সমাজব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে আসুন’’ এ শ্লোগানে সীরাতুন্নবী সা. উপলক্ষে টাঙ্গাইল জেলা ছাত্র জমিয়ত-এর আয়োজনে কুইজ প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

বৃহস্পতিবার ( ১৪ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাঁ ময়দানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জমিয়তে উলামায়ে ইসলাম-এর সাংগঠনিক সম্পাদক আল্লামা নাজমুল হাসান দা.বা।

টাঙ্গাইল জেলা ছাত্র জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ যাকারিয়া এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্র জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি এখলাছুর রহমান, সেক্রেটারী হুজাইফা ইবনে ওমর।

অনুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মুফতী শরীফুল ইসলাম কাসেমী।

এসময় আমন্ত্রিত অতিথি ছিলেন, জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা আব্দুল জলিল, গোপালপুর উপজেলার আহ্বায়ক মাওলানা শাকের আহমদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মুফতী গোলাম মাওলা, জেলা যুব জমিয়ত সভাপতি মাওলানা নরুল ইসলাম, ঘাটাইল জমিয়তে উলামায়ে ইসলাম সভাপতি মাওলানা মুহাম্মদ ইয়াসিন, জেলার যুগ্ম সম্পাদক মাওলানা বিন ইয়ামিন, মাওলানা হাবিবুল্লাহ, মুফতী শফীকুল ইসলাম, মাওলানা নাজিম উদ্দিন, মুফতী আশরাফুজ্জামান কাসেমী, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা রুহুল আমীন, মাওলানা শহীদুল্লাহ।

সংগীত পরিবেশন করেন জাগ্রত কবি মুহিব খান। মাসউদুর রহমান, জহিরুল ইসলাম সাকি, নাসরুল্লাহ শামীম, আল আমিন আজাদ, আব্দুল্লাহ আল মুবিন ও শিশু শিল্পী মুহাম্মদ হুজাইফা।

তিলাওয়াত করেন হাফেজ নাজমুস সাকিব। অনুষ্ঠান পরিচালনা করেন হাসসান বিন হাফিজ, সাদীমুল্লাহ সাদ্দাম ও আতাউর রহমান ফারুক।

শেষে ৭৯জন কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840