সংবাদ শিরোনাম:

টাঙ্গাইলে আওয়ামী লীগের আনন্দ র‌্যালি

  • আপডেট : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯
  • ১০৭৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে আনন্দ র‌্যালি করেছে জেলা আওয়ামী লীগ। সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহীদ মিনার প্রাঙ্গন থেকে আনন্দ র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়।

এর পূর্বে শহীদ মিনার প্রাঙ্গনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টাঙ্গাইল-০৮ (সখিপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের), টাঙ্গাইল-০৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছানোয়ার হোসেন,

টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্জাহান আনছারী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, সাইফুজ্জামান সোহেল, শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীরসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও ছাত্রলীগ, যুবলীগ, মহিলালীগ, শ্রমিক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme