সংবাদ শিরোনাম:
মধুপুরে বিএনপির নেতার কারখানায় ডাকাতি। জেলা বিএনপি ঘটনাস্থল পরিদর্শন  বাসাইলে ঠিকানার উদ্যোগে অসহায় ও দুস্থ নারীদের মাঝে ছাগল বিতরণ ওয়ালটন মিলিনিয়ার অফারের লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন টাঙ্গাইলের দুইজন অধ্যক্ষকে অবরুদ্ধ করার পদত্যাগপত্রে স্বাক্ষর  বাসাইলে ডেভিল হান্ট অপারেশন অভিযানে আ.লীগ নেতা গ্রেফতার বিলম্ব বিজু-বৈসু-সাংগ্রাই-বিষু-চাংক্রান উৎসব–২০২৫  হত্যা মামলার আসামী যুবলীগ নেতা টগর এয়ারপোর্টে আটক ধনবাড়ীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে কুপিয়ে হত্যা! কালিহাতীতে রাতভর ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা ও ড্রেজার পাইপ ধ্বংস তামাকজাত পণ্যের মূল্য ও কর বৃদ্ধির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন

জামালপুর-এক্সপ্রেস ট্রেন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • আপডেট : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০
  • ১৪৪৮ বার দেখা হয়েছে।

খায়রুল খন্দকার: ঢাকা টু জামালপুর নতুন ট্রেনের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ভূঞাপুর রেল ষ্টেশনে পৃথক অনুষ্ঠানে আয়োজন করা হয়। রোববার (২৬ জানুয়ারি) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে একগুচ্ছ উন্নয়ন কাজের সঙ্গে নতুন এই ট্রেনটি বাঁশিতে ফু দিয়ে পতাকা উড়িয়ে ঢাকা-বঙ্গবন্ধু সেতু পূর্ব-তারাকান্দি-জামালপুর-ঢাকা রুটে নতুন আন্তঃনগর ট্রেন ‘জামালপুর-এক্সপ্রেস’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভূঞাপুরে ভিডিও কনফারেন্সিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য (ভূঞাপুর -গোপালপুর) ছোট মনির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাসরীন পারভীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হালিম এ্যাডভোকেট, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু সহ বিভিন্ন শ্রেণীর নেত্রীবৃন্দ। আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন এই ‘জামালপুর এক্সপ্রেস’ ট্রেনে ১৩টি বগি রয়েছে।

শীতাতপ নিয়ন্ত্রিত বগি দুটি, আটটি শোভন চেয়ার বগি, দুটি খাবার বগি ও একটি পাওয়ারকার বগি সংযুক্ত রয়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত দুটি বগিতে মোট ১১০টি আসন রয়েছে। প্রতিটি আসনের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৮৬ টাকা। আটটি শোভন চেয়ার বগিতে মোট ৫১০টি আসন রয়েছে। এর প্রতিটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা করে।

সাপ্তাহিক বন্ধ রোববার ছাড়া ‘জামালপুর এক্সপ্রেস’ ট্রেনটি প্রতিদিন সকাল সাড়ে ১০টায় জামালপুর স্টেশনের উদ্দেশে রাজধানীর কমলাপুর রেলস্টেশন ছেড়ে যাবে এবং বিকেলে ৪টা ৫ মিনিটে জামালপুর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছাবে।

সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে জামালপুর রেলওয়ে স্টেশন থেকে ছাড়বে ট্রেনটি। যাত্রাপথে ‘জামালপুর এক্সপ্রেস’ ট্রেনটি সরিষাবাড়ী, তারাকান্দি, হেমনগর, ভূয়াপুর, বঙ্গবন্ধু সেতুপূর্ব, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে যাত্রাবিরতি করবে। উল্লেখ্য নতুন জামালপুর এক্সপ্রেস, ঢাকা টু জামালপুর ভূঞাপুর রেলষ্টেশন থেকে প্রথম টিকিট বিক্রি শুভ উদ্বোধন করে ক্রেতার হাতে রেলের টিকেট তুলে দেন উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হালিম এ্যাডভোকেট ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme