সংবাদ শিরোনাম:
স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় টাঙ্গাইলের ১৫বছর বয়সী তরুণ সামির তালুকদার জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ ধনবাড়ীতে কিশোরীকে চেয়ারে বেধে বাবা, সৎ মা ও ভাই মিলে নির্যাতনের অভিযোগ  কালিহাতীতে যুবকে কুপিয়ে হত্যা, পুকুর থেকে মরদেহ উদ্ধার।  মধুপুরে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া শিক্ষার্থীর সহপাঠীদের নামে হত্যা মামলা,এলাকায় তোলপাড় সখীপুরে ৬০ টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ৬০ লাখ টাকা অনুদানের চেক বিতরণ  বিএনপি,র সাবেক নেতার বিরুদ্ধে আপত্তিকর বক্তেব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন মধুপুরে বিএনপির নেতার কারখানায় ডাকাতি। জেলা বিএনপি ঘটনাস্থল পরিদর্শন  বাসাইলে ঠিকানার উদ্যোগে অসহায় ও দুস্থ নারীদের মাঝে ছাগল বিতরণ ওয়ালটন মিলিনিয়ার অফারের লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন টাঙ্গাইলের দুইজন

সকাল থেকেই ভোটারদের দীর্ঘ সারি

  • আপডেট : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৮৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : বিশৃঙ্খলার কারণে স্থগিত হওয়া টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার আকালু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। তবে সকাল থেকেই কেন্দ্রে ভোটারের দীর্ঘ সারি দেখা গেছে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে ভোটকেন্দ্রে গিয়ে এই চিত্র দেখা যায়। কেন্দ্রটিতে ৮১ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‍্যাব, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও ১৭ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। ৩ হাজার ৩২ জন ভোটার সাতটি বুথে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এদিকে একটি কেন্দ্রে নির্বাচন হওয়ায় পুরো উপজেলাবাসীর নজর এখন আকালুর দিকে।

এ ইউনিয়নে ১০টি কেন্দ্রের মধ্যে ৯টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. রফিকুল ইসলাম রফিক পেয়েছেন ৪ হাজার ৮৫৫ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. শরিফুল ইসলাম (সরকার শরীফ) আনারস প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৯ ভোট ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রহিজ উদ্দিন আকন্দ মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৫২৭ ভোট পেয়েছেন।

নির্বাচনের বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল ওহাব জানান, নির্বাচন সুষ্ঠু ও এলাকায় যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়। সেজন্য কেন্দ্রে ছাড়াও আশপাশের এলাকার বিভিন্ন পয়েন্টে পুলিশ ও ডিবির স্ট্যান্ডবাই টিম, স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম দায়িত্ব পালন করছে। বিশৃঙ্খলার চেষ্টা করা হলে কাউকেই ছাড় দেওয়া হবেনা।

রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমা সুলতানা জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর উপজেলার ৬টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরমধ্যে অলোয়া ইউনিয়নের আকালু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিশৃঙ্খলার কারণে ভোটগ্রহণ স্থগিত করেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার আনোয়ার হোসেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme