সংবাদ শিরোনাম:
ভূঞাপুরে প্রতীক পেয়েই প্রার্থীদের প্রচারণা নাগরপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা কে কুপিয়ে হত্যা, আটক ৬ ভলেন্টিয়ার ফর বাংলাদেশ টাঙ্গাইল জেলার উদ্যােগে শ্রমজীবী মানুষের মাঝে ছাতা ও শরবত বিতরণ টাঙ্গাইলে সিলেকশনের মাধ্যমে কোন শ্রমিক সংগঠন করতে দেয়া হবে না: এমপি ছানোয়ার হোসেন জোয়াহেরের আইনজীবি সনদ ও মুক্তিযোদ্ধা হওয়া নিয়ে এবার প্রশ্ন তুলেছেন ছোট মনির এমপি টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক লীগের পানি-স্যালাইন-শরবত বিতরণ টাঙ্গাইলে চরম উত্তেজনার মধ্য দিয়ে আওয়ামী লীগের দু’পক্ষের মহান মে দিবস পৃথকভাবে পালিত টাঙ্গাইলে মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধের মৃত্যু কালিহাতীতে প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা লালমাটি যাচ্ছে ইটভাটায়, টাঙ্গাইলের পাহাড়ি টিলা হচ্ছে সমতল ভূমি!
গোপালপুরে ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক ২১০ পিস ইয়াবাসহ আটক

গোপালপুরে ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক ২১০ পিস ইয়াবাসহ আটক

গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি: গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক রাসেল মিয়াকে বুধবার সন্ধ্যায় বিপুল সংখ্যক ইয়াবাসহ আটক করেছে টাঙ্গাইল ডিবি পুলিশ। ডিবির ওসি মো. হেলাল উদ্দীন খবরটি নিশ্চিত করেন।

ঝাওয়াইল বাজারের বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. হাবিবুর রহমান হবি জানান, তিনি ঘটনার প্রত্যক্ষদর্শী। সন্ধ্যার দিকে তার বাসার অদূরে ডিবি পুলিশের সাথে ধস্তাধস্তি দেখে তিনি এগিয়ে যান। এ সময় তিনি দেখতে পান ডিবি পুলিশের ৪/৫ জন সদস্য রাসেলকে পাজাকোলা করে গাড়িতে তোলার চেষ্টা করছেন। ডিবির এক সদস্য মোবাইলে ঘটনার ভিডিও ধারণ করছেন। ডিবি পুলিশের সদস্যরা তাকে জানান, রাসেলকে ইয়াবাসহ আটক করা হয়েছে। হাবিবুর রহমান হবিকে ডিবি সদস্যরা ঘটনার প্রত্যক্ষদর্শী হিসাবে সাক্ষ্য দেয়ার অনুরোধ জানান। এরপর রাসেলকে নিয়ে ডিবি পুলিশের গাড়ি স্থান ত্যাগ করে।

এদিকে ঝাওয়াইল ইউনিয়ন ছাত্রলীগকর্মী সোহেল জানায়, রাসেল দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসা করছিল। নিজেও ইয়াবাখোর। দলীয় নেতারা সবই জানেন। তবুও এ সোনার ছেলেকে আদরে রাখতেন। নেশাখোর ও মাদক ব্যবসায়ীরা ছাত্রলীগের নেতা এমন কথা শুনতে বা বলতে বমি আসে।

ডিবির ওসি হেলাল উদ্দীন জানান, সাবইন্সপেক্টর মিজানুর রহমান এ অভিযানের নেতৃত্ব দেন।
ইন্সপেক্টর মিজানুর রহমান জানান, রাসেল দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা করছিল বলে অভিযোগ রয়েছে। গোপন সুত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তার নিকট থেকে ২১০ পিস ইয়াবা পাওয়া যায়। এ ব্যাপারে থানায় মামলা দায়ের হবে।

গোপালপুর থানার ওসি মো. মোশারফ হোসেন জানান, ডিবি পুলিশ রাত সোয়া আটটা পর্যন্ত আটক রাসেলকে থানায় হস্তান্তর করেনি। তাকে হস্তান্তরের পর থানায় মামলা হবে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840