সংবাদ শিরোনাম:
সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’ কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার  টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার

মির্জাপুরে বাসচাপায় একই পরিবারের ৩ জনের মৃত্যু, মহাসড়ক অবরোধ

  • আপডেট : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ৩৫৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় মা ও দুই শিশু সন্তানসহ তিনজনের মৃত্যুর ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষুদ্ধ এলাকাবাসী।

শনিবার (১৬ জুলাই) দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার পাকুল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার পরপরই মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। এতে মহাসড়কের দুই পাশে প্রায় ৩০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।

এ ঘটনায় নিহতরা হলেন- মির্জাপুর উপজেলার বাশতৈল এলাকার বাসিন্দা মাসুদের স্ত্রী পারভিন আক্তার (২৮) ও তার ছেলে সুমন (৮) ও মেয়ে সাদিয়া (৬)।

পরে ঘটনাস্থলে টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো: আতাউল গনি ও পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার উপস্থিত হয়ে এলাকাবাসীর সাথে কথা বলেন এবং আগামী ১৫ দিনের মধ্যে পাকুল্লা বাসস্ট্যান্ড এলাকায় আন্ডার পাস নির্মানের জন্য কর্তৃপক্ষের সাথে বসে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। এসময় বিক্ষুদ্ধ জনতা জেলা প্রশাসনের আশ^াসে তাদের অবরোধ তুলে নেয়।

অপরদিকে মহাসড়ক অবরোধের কারনে ঢাকাগামী ও উত্তরবঙ্গগামী লেনে প্রায় তিন ঘন্টা যানচলাচল বন্ধ থাকায় ৩০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। এতে চরম দূর্ভোগে পড়েন যাত্রীরা ও গাড়ি চালকরা।

এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, ‘হেটে সড়ক পার হওয়ার সময় একটি বাস এসে তাদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে একজন ও হাসপাতালে দুইজনের মৃত্যু হয়। পরে এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme