সংবাদ শিরোনাম:
মধুপুরে বিএনপির নেতার কারখানায় ডাকাতি। জেলা বিএনপি ঘটনাস্থল পরিদর্শন  বাসাইলে ঠিকানার উদ্যোগে অসহায় ও দুস্থ নারীদের মাঝে ছাগল বিতরণ ওয়ালটন মিলিনিয়ার অফারের লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন টাঙ্গাইলের দুইজন অধ্যক্ষকে অবরুদ্ধ করার পদত্যাগপত্রে স্বাক্ষর  বাসাইলে ডেভিল হান্ট অপারেশন অভিযানে আ.লীগ নেতা গ্রেফতার বিলম্ব বিজু-বৈসু-সাংগ্রাই-বিষু-চাংক্রান উৎসব–২০২৫  হত্যা মামলার আসামী যুবলীগ নেতা টগর এয়ারপোর্টে আটক ধনবাড়ীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে কুপিয়ে হত্যা! কালিহাতীতে রাতভর ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা ও ড্রেজার পাইপ ধ্বংস তামাকজাত পণ্যের মূল্য ও কর বৃদ্ধির দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন

টাঙ্গাইলে পৃথক পৃথকভাবে বিএনপির দুই গ্রুপের উদ্যোগে দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপডেট : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে পৃথক পৃথকভাবে বিএনপির দুই গ্রুপের উদ্যোগে দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন এদেশে বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা। আজ বর্তমান সরকার দেশের গনতন্ত্র ও মানুষের ভোটাধিকারকে হরণ করে এক দলীয় শাসন কায়েম করেছে। আন্দোলনের মাধ্যমে এই সরকারকে হটিয়ে গনতন্ত্র পুনরুদ্ধার করা হবে।

কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আহমেদ আযম খানের নেতৃত্বে শহরের সিলমি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামিল শাহীনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট ফরহাদ ইকবাল, আতাউর রহমান জিন্নাহ ও আবুল কাশেমসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা।

অপরদিকে জেলা বিএনপির একাংশ ও পদবঞ্চিত নেতাকর্মীদের উদ্যোগে শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু। সভার জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য জিয়াউল হক শাহিন, আশরাফ পাহেলী, শফিকুর রহমান শফিকসহ অনান্য নেতাকর্মীরা। এসময় পদবঞ্চিত নেতাকর্মীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme