সংবাদ শিরোনাম:
মাভাবিপ্রবিতে বিতর্কে জয়ী জয়ের বিরোধী দল ‘ভগ্নমনস্কতা’ টাঙ্গাইলে প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা, গ্রেপ্তার ২ টাঙ্গাইলে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে বর্নাঢ্য র‍্যালী ও অভিভাবক সমাবেশ গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত  মাওলানা ভাসানীর মাজারের দানবাক্সে মিলল ২ লক্ষ ৮৩ হাজার টাকা টাঙ্গাইলে বেপরোয়া গতির বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল সিএনজি যাত্রীর প্রাণ ধনবাড়ী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানে লড়ছেন ;মিনা লিপি মাভাবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের শরবত পান করালেন নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ এসোসিয়েশন মধুপুরে ইসতিসকার নামাজ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত
দেশ আজ মহা সংকটে -এড. আহমেদ আযম খান

দেশ আজ মহা সংকটে -এড. আহমেদ আযম খান

বিশেষ প্রতিবেদক: বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আহমেদ আযম খান বলেছেন, দেশ আজ মহা সংকটে। দেশের অর্থনৈতিক লুট হয়ে গেছে। গনতন্ত্রকে বনবাসে পাঠিয়ে দেওয়া হয়েছে। আজকে মানবাধিকার পদে পদে লুণ্ঠিত। জনগনের ভোট দেওয়ার অধিকার নেই। আজকে আওয়ামী সরকারের হাতে দেশ নিরাপদ নয়। দেশ আজ মহাসংকটের সম্মুখিন। শুধু মিথ্যের জালে আবৃত্ত করে, ভয়ের চাদরে মুড়িয়ে এ সরকার দেশ চালাচ্ছে।

৯ অক্টোবর রোববার দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা ও পৌর বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমরা স্পষ্ট বলে দিয়েছি দেশটাকে রক্ষার করার জন্য দেশের গনতন্ত্র, মানবাধিকার, দেশের ২০ কোটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও মানুষের ভোটের পুনরুদ্ধারের আন্দোলনে তারেক রহমানের নেতৃত্বে এই সরকার পতনের আন্দোলন শুরু করে দিয়েছি।

মির্জাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ফাতেমা আজাদের সভাপতিত্বে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী সম্মেলনের উদ্বোধন করেন।

এতে প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহসেদ টিটু, সদস্য মো: সাঈদ সোহরাব প্রমুখ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামিল শাহিন, এডভোকেট ফরহাদ ইকবাল, আতাউর রহমান জিন্নাহ ও আবুল কাশেম, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক দিপু হায়দার খান।

অনুষ্ঠান পরিচালনা করেন- মির্জাপুর পৌর বিএনপির আহ্বায়ক মো: হয়রত আলী মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট আব্দুর রউফ ও মির্জাপুর পৌর বিএনপির সদস্য সচিব এস এম মহসীন।

সম্মেলনে জেলা বিএনপি, উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যবদল, ছাত্রদল, মহিলা দলসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840