সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে সিলেকশনের মাধ্যমে কোন শ্রমিক সংগঠন করতে দেয়া হবে না: এমপি ছানোয়ার হোসেন জোয়াহেরের আইনজীবি সনদ ও মুক্তিযোদ্ধা হওয়া নিয়ে এবার প্রশ্ন তুলেছেন ছোট মনির এমপি টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক লীগের পানি-স্যালাইন-শরবত বিতরণ টাঙ্গাইলে চরম উত্তেজনার মধ্য দিয়ে আওয়ামী লীগের দু’পক্ষের মহান মে দিবস পৃথকভাবে পালিত টাঙ্গাইলে মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধের মৃত্যু কালিহাতীতে প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা লালমাটি যাচ্ছে ইটভাটায়, টাঙ্গাইলের পাহাড়ি টিলা হচ্ছে সমতল ভূমি! ভূঞাপুর উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এক প্রার্থী, লড়াই হবে বিএনপিসহ ৪ জনের টাঙ্গাইল শহরের প্রবেশ পথে ময়লা আবর্জনার ভাগাড়, জনস্বাস্থ্য ও পরিবেশ হুমকিতে সরকারি সা’দত কলেজ শাখা ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত
দেলদুয়ারে ওয়াজ মাহফিলের খিচুড়ি খেয়ে বৃদ্ধার মৃত্যু, অসুস্থ দুই শতাধিক

দেলদুয়ারে ওয়াজ মাহফিলের খিচুড়ি খেয়ে বৃদ্ধার মৃত্যু, অসুস্থ দুই শতাধিক

বিশেষ প্রতিবেদক: টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নের গজিয়াবাড়ি গ্রামে ওয়াজ মাহফিলের খিচুড়ি খেয়ে রাহেলা বেগম(৯৪) নামে এক বৃদ্ধার মৃত্যু এবং শিশুসহ দুই শতাধিক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছে।

এ ঘটনায় বুধবার (১৬ নভেম্বর) সকালে ওই এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে।

গজিয়াবাড়ি গ্রামের মৃত বিশা চৌধুরীর স্ত্রী রাহেলা বেগম মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেছেন বলে নিশ্চিত করেছেন দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আশরাফুল আলম।

স্থানীয়রা জানায়, গজিয়াবাড়ি গ্রামের আক্কাস মিঞার বাড়িতে রোববার (১৩ নভেম্বর) রাতে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। ওয়াজ মাহফিল শেষে গভীর রাতে আগতদের মাঝে তবারক হিসেবে রান্নাকরা খিচুড়ি বিতরণ করা হয়। স্থানীয় বাবুর্চি আব্দুল গণির রান্নাকরা ওই খিচুড়ি খেয়ে নারী ও শিশু সহ ওই গ্রামের দুই শতাধিক ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে দেলদুয়ার উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের মেডিকেল টিম গজিয়াবাড়ি গ্রামের বাড়ি বাড়ি গিয়ে অসুস্থদের চিকিৎসা দিচ্ছেন। এছাড়া স্থানীয় মসজিদে মাইকিং করে অসুস্থদেরকে চিকিৎসার জন্য আটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম মল্লিকের বাড়িতে আসতে বলা হয়।

আলেয়া নামে এক নারী জানান, ওয়াজ মাহফিলের খিচুড়ি খেয়ে তিনদিন ধরে গ্রামের শিশু ও নারী-পুরুষরা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ক্রমান্বয়ে অসুস্থ হচ্ছেন। বুধবার ভোরে অবস্থা আরও মারাত্মক আকার ধারণ করে।

আটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম মল্লিক জানান, রোববার গভীর রাতে খিচুড়ি খাওয়ার পর বুধবার সকাল পর্যন্ত গ্রামের নারী ও শিশুসহ দুই শতাধিক ব্যক্তি ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে রাহেলা বেগম নামে গজিয়াবাড়ি গ্রামের এক বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আশরাফুল আলম জানান, আক্রান্তদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে ৩০ জনের অবস্থা আশংকাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য দেলদুয়ার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স, টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840